চট্টগ্রাম 8:47 pm, Tuesday, 5 August 2025

অপশাসনের বদলা নৈরাজ্য হতে পারে না-ওয়ার্কার্স পার্টি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অপশাসনের বদলা নৈরাজ্য হতে পারে না। সকলকে স্বৈরাচারী হাসিনা সরকারের পথ পরিহার করতে হবে। আজকাল, অনেক দলের উৎসাহী নেতাকর্মীরা বাসস্ট্যান্ড, হাট-বাজার ও মার্কেট দখলের কৌশল আটছেন। এ অবস্থা চলতে থাকলে ছাত্র-জনতার বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্য নস্যাৎ হবে।

শনিবার (১৭ আগষ্ট) দুপুরে ঢাকার নবাবগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৩তম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় গণতন্ত্র মঞ্চে তিনি এ কথা বলেন।

পরে নবাবগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিয়কালে সাইফুল হক বলেন, ছাত্র-জনতার ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলন ও জীবন বির্সজনের মধ্যে দিয়ে আজ তরুণ প্রজম্ম নতুন স্বাধীনতা পেয়েছে। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে অর্জিত বিজয়ের সুফল জনগণকে পেতে হবে। তার জন্য অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত সময়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন তিনি ।

এসময় তিনি আজীবন কমিউনিষ্ট, প্রয়াত খন্দকার আলী আব্বাসকে স্মরণ করে বলেন, তিনি শোষণ, নিপীড়ন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আজীবন লড়াই করে গেছেন। তরুণ সমাজ আজ সে পথ দেখিয়েছে।

এ আগে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন খন্দকার আলী আব্বাসের স্মৃতিতে শ্রদ্ধা জানান।

কমরেড খন্দকার আলী আব্বাস স্মৃতি সংসদের সচিব আজহারুল হকের সঞ্চালনায় ও আহ্বায়ক সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারী নেত্রী বহ্নিশিখা জামালী, আনসার আলী দুলাল, আকবর খান, ওয়ার্কার্স পার্টির আব্দুল জলিল, গণসংহতি আন্দোলনের মিজানুর রহমান, সিপিবির আসলাম খান, গণঅধিকার পরিষদের নাসির উদ্দিন পল্লব প্রমুখ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সন্দ্বীপে অস্ত্রসহ আটক দুই: অস্ত্র তৈরির সরঞ্জামসহ মোটরসাইকেল উদ্ধার 

অপশাসনের বদলা নৈরাজ্য হতে পারে না-ওয়ার্কার্স পার্টি

Update Time : 09:39:58 pm, Saturday, 17 August 2024

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অপশাসনের বদলা নৈরাজ্য হতে পারে না। সকলকে স্বৈরাচারী হাসিনা সরকারের পথ পরিহার করতে হবে। আজকাল, অনেক দলের উৎসাহী নেতাকর্মীরা বাসস্ট্যান্ড, হাট-বাজার ও মার্কেট দখলের কৌশল আটছেন। এ অবস্থা চলতে থাকলে ছাত্র-জনতার বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্য নস্যাৎ হবে।

শনিবার (১৭ আগষ্ট) দুপুরে ঢাকার নবাবগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৩তম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় গণতন্ত্র মঞ্চে তিনি এ কথা বলেন।

পরে নবাবগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিয়কালে সাইফুল হক বলেন, ছাত্র-জনতার ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলন ও জীবন বির্সজনের মধ্যে দিয়ে আজ তরুণ প্রজম্ম নতুন স্বাধীনতা পেয়েছে। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে অর্জিত বিজয়ের সুফল জনগণকে পেতে হবে। তার জন্য অন্তবর্তীকালীন সরকারকে দ্রুত সময়ে অবাধ সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন তিনি ।

এসময় তিনি আজীবন কমিউনিষ্ট, প্রয়াত খন্দকার আলী আব্বাসকে স্মরণ করে বলেন, তিনি শোষণ, নিপীড়ন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আজীবন লড়াই করে গেছেন। তরুণ সমাজ আজ সে পথ দেখিয়েছে।

এ আগে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন খন্দকার আলী আব্বাসের স্মৃতিতে শ্রদ্ধা জানান।

কমরেড খন্দকার আলী আব্বাস স্মৃতি সংসদের সচিব আজহারুল হকের সঞ্চালনায় ও আহ্বায়ক সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারী নেত্রী বহ্নিশিখা জামালী, আনসার আলী দুলাল, আকবর খান, ওয়ার্কার্স পার্টির আব্দুল জলিল, গণসংহতি আন্দোলনের মিজানুর রহমান, সিপিবির আসলাম খান, গণঅধিকার পরিষদের নাসির উদ্দিন পল্লব প্রমুখ