হাটহাজারীতে চাঁদের গাড়ি ভর্তি অবৈধ জ্বালানি কাঠ আটক করেছে প্রগতিশীল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ” ইউথ ফর বিল্ডিং বেটার বাংলাদেশ ” এর সদস্যরা।
সোমবার(০৬ ফেব্রুয়ারী)ভোর রাতে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার খালের পাড় নামক স্থান থেকে এসব কাঠ আটক করা হয়।
ইউথ ফর বিল্ডিং বেটার বাংলাদেশ ” এর কর্মীরা জানান, উপজেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কচি কচি গাছ কেটে জ্বালানি কাঠ হিসেবে বিভিন্ন ইটভাটায় পাচারের জন্য ২ টি চাঁদের গাড়ি অবস্থান করছে জানতে পেরে সোমবার ভোর রাত ৪ টার দিকে সংগঠনের সদস্যরা উক্ত স্থানে গেলে আমাদের উপস্থিতি বুঝতে পেরে একটি গাড়ি পালিয়ে গেলেও অপর একটি চাঁদের গাড়ি(সাতক্ষিরা -ক-১)আটক করতে সক্ষম হই। গাড়িতে মোট ১৪০ ঘনফুট জ্বালানী কাঠ পাওয়া যায়, যার ওজন প্রায ৫০ মণ। পরে হাটহাজারী ফরেষ্ট অফিস কে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় সংগঠনের কর্মীরা জব্দকৃত কাঠ ভর্তি চাঁদের গাড়িটি তাদের হাতে তুলে দেয়। স্থানীয়রা জানান, অবৈধ কাঠ পাচার কাজে ব্যবহৃত এসব গাড়িগুলোর বৈধ কোন কাগজপত্র নাই।
এদিকে একইদিন দিবাগত রাত আড়াইটার দিকে “ইউথ ফর বিল্ডিং বেটার বাংলাদেশ” এর সদস্যরা ওই এলাকা থেকে কৃষি জমির টপসয়েল ভর্তি একটি ট্রাক আটক করে তা উপজেলা প্রশাসনের হাতে তুলে দেন বলে জানান সংগঠনের কর্মীরা।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে হাটহাজারী রেঞ্জ কর্মকতা রাফিউদ্দীন ইব্রাহিম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকাল তিনটার দিকে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া নয়াহাট বাজারে “ইউথ ফর বিল্ডিং বেটার বাংলাদেশ” এর প্রধান সমন্বয়ক বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেলের সহযোগিতায় রাষ্ট্রীয় সম্পদ গাছপালা ও বনভূমি ধ্বংসকারী অবৈধ সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী ও সুশৃঙ্খল মানববন্ধনের আয়োজন করা হয়েছিলো।