আজ ২০/০৫/২৩ তারিখ নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের মালিয়াইল গ্রামে সরকারি রাস্তা নষ্ট করে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রির অপরাধে বাহ্রা ইউনিয়নের জনাব মোঃ বেলাল হোসেন এবং জনাব মোঃ রবিউল কে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ০৯ টি মাহেন্দ্র গাড়ি জব্দ করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ আঃ হালিম, সহকারী কমিশনার (ভূমি),নবাবগঞ্জ, ঢাকা।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন নবাবগঞ্জ থানার পুলিশ।
অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।