চট্টগ্রাম 5:01 pm, Friday, 19 September 2025

অভিনব কৌশলে বাসার পার্কিং থেকে মোটরসাইকেল চুরি

হাটহাজারী পৌরসভায় বাসার গেটের তালা ভেঙ্গে পার্কিং থেকে সুকৌশলে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০৪ জুন) ভোর রাত তিনটা ৪০ মিনিটের দিকে পৌরসভার ০৫নং ওয়ার্ডস্থ ফটিকা শাহজালাল পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাকিবুল হাসান শুভ (২৪) বাদী হয়ে অজ্ঞাতনামা চুরদের বিবাদী করে নিকটস্থ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,
নীল ও কালো রংয়ের PULSER NS 160 CC মোটর সাইকেল, যাহার রেজি নং- চট্টমেট্রো-ল-১৪-৯৩২৮ ইঞ্জিন নং- JEYCJM19450, চ্যাসিস নং- MD2A92CY6JCM83320, গাড়িটি ক্রয় সূত্রে বাদীর মামা ওই বাড়ীর নুরুল আলম এর পুত্র প্রবাসী হোসাইন উদ্দিন টিটু (৩৫) মালিক হলেও তিনি প্রবাসে থাকার কারনে মোটরসাইকেলটি বাদি নিজেই নিয়মিতভাবে চালিয়ে আসছিলেন।

ঘটনার দিন গত ০৩ জুন সোমবার রাত এগারটার দিকে প্রতিদিনের মতো পৌরসভার ০৫নং ওয়ার্ডস্থ ফটিকা, শাহজালাল পাড়ার হাসান প্যালেস এর নীচতলায় গাড়ী পাকিংয়ে মোটরসাইকেলটি তালা লাগিয়ে একই বিল্ডিংয়ের দ্বিতীয় তলার বাসায় চলে যান। রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার পরদিন ৪ জুন মঙ্গলবার সকাল আটটার দিকে ঘুম থেকে উঠে বাসার নিচে পার্কিয়ে আসলে দেখা যায় ঘটনস্থলে রাতে রাখা মোটরসাইকেলটি সেখানে নাই। পরে বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষন করলে দেখা যায় অজ্ঞাতনামা চোর বা চোরেরা রাত তিনটা ৪০ মিনিটের দিকে গেইটের তালা ভেঙ্গে পার্কিংয়ের ভেতর প্রবেশ করে মোটর সাইকেলটির তালা সু-কৌশলে ভেঙ্গে গাড়িটি চুরি করে নিয়ে যাচ্ছে।

প্রবাসে থাকা গাড়িটির মুল মালিক হোসাইন উদ্দিন টিটু মুঠোফোনে জানান, এ ঘটনায় হাটহাজারী মডেল থানার একটি অভিযোগ করা হযেছে।

জানতে চাইলে অভিযোগকারী মো.সাকিবুল হাসান শুভ মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে জানান, আমি থানায় দুপুর একটার দিকে অভিযোগটা জমা দিয়ে আসছি। তবে কোনো অফিস কপি দেননি আমাকে। আর এখনো পর্যন্ত কেউ যোগাযোগও করেননি।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযোগটা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ০২ জুন রবিবার দিবাগত রাত তিনটার দিকেও পৌরসভার একই ওযার্ডের শাহজালাল পাড়ার হাতিনার দিঘীর দক্ষিণ পাড়স্থ একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছিলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কেন্দ্রীয় নেতা মোর্শেদ আলম কে গণসংবর্ধনা দিলো কাপ্তাই বিএনপি

অভিনব কৌশলে বাসার পার্কিং থেকে মোটরসাইকেল চুরি

Update Time : 08:13:26 am, Wednesday, 5 June 2024

হাটহাজারী পৌরসভায় বাসার গেটের তালা ভেঙ্গে পার্কিং থেকে সুকৌশলে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (০৪ জুন) ভোর রাত তিনটা ৪০ মিনিটের দিকে পৌরসভার ০৫নং ওয়ার্ডস্থ ফটিকা শাহজালাল পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাকিবুল হাসান শুভ (২৪) বাদী হয়ে অজ্ঞাতনামা চুরদের বিবাদী করে নিকটস্থ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,
নীল ও কালো রংয়ের PULSER NS 160 CC মোটর সাইকেল, যাহার রেজি নং- চট্টমেট্রো-ল-১৪-৯৩২৮ ইঞ্জিন নং- JEYCJM19450, চ্যাসিস নং- MD2A92CY6JCM83320, গাড়িটি ক্রয় সূত্রে বাদীর মামা ওই বাড়ীর নুরুল আলম এর পুত্র প্রবাসী হোসাইন উদ্দিন টিটু (৩৫) মালিক হলেও তিনি প্রবাসে থাকার কারনে মোটরসাইকেলটি বাদি নিজেই নিয়মিতভাবে চালিয়ে আসছিলেন।

ঘটনার দিন গত ০৩ জুন সোমবার রাত এগারটার দিকে প্রতিদিনের মতো পৌরসভার ০৫নং ওয়ার্ডস্থ ফটিকা, শাহজালাল পাড়ার হাসান প্যালেস এর নীচতলায় গাড়ী পাকিংয়ে মোটরসাইকেলটি তালা লাগিয়ে একই বিল্ডিংয়ের দ্বিতীয় তলার বাসায় চলে যান। রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার পরদিন ৪ জুন মঙ্গলবার সকাল আটটার দিকে ঘুম থেকে উঠে বাসার নিচে পার্কিয়ে আসলে দেখা যায় ঘটনস্থলে রাতে রাখা মোটরসাইকেলটি সেখানে নাই। পরে বিল্ডিংয়ের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষন করলে দেখা যায় অজ্ঞাতনামা চোর বা চোরেরা রাত তিনটা ৪০ মিনিটের দিকে গেইটের তালা ভেঙ্গে পার্কিংয়ের ভেতর প্রবেশ করে মোটর সাইকেলটির তালা সু-কৌশলে ভেঙ্গে গাড়িটি চুরি করে নিয়ে যাচ্ছে।

প্রবাসে থাকা গাড়িটির মুল মালিক হোসাইন উদ্দিন টিটু মুঠোফোনে জানান, এ ঘটনায় হাটহাজারী মডেল থানার একটি অভিযোগ করা হযেছে।

জানতে চাইলে অভিযোগকারী মো.সাকিবুল হাসান শুভ মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে জানান, আমি থানায় দুপুর একটার দিকে অভিযোগটা জমা দিয়ে আসছি। তবে কোনো অফিস কপি দেননি আমাকে। আর এখনো পর্যন্ত কেউ যোগাযোগও করেননি।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযোগটা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ০২ জুন রবিবার দিবাগত রাত তিনটার দিকেও পৌরসভার একই ওযার্ডের শাহজালাল পাড়ার হাতিনার দিঘীর দক্ষিণ পাড়স্থ একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছিলো।