রাঙ্গুনিয়ার ভাওয়ানিমিল গেট ব্যবসায়ীবৃন্দের আয়োজনে জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) ও ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল স্থানীয় মাঠে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাওলানা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী চরণদ্বীপি। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদেরী।
উদ্বোধক ছিলেন মধ্যম নোয়াগাও গাউছুল আজম বোগদাদি জামে মসজিদের খতিব মাওলানা নাছির উদ্দীন আল কাদেরী। ধর্মীয় আলোচনা ছিলেন মাওলানা মুহাম্মদ নুরুল আবছার আলকাদেরী, মাওলানা কাউছারুল আনোয়ার আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আলমগীর হোসেন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন নূরী আলকাদেরী।
তারা বলেন, ❝হযরত গাউসুল আযম আবদুল কাদের জিলানী (রহ.) আউলিয়ায়ে কেরামের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী। দ্বীনি ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তিনি আল্লাহর নৈকট্য অর্জনে সক্ষম হন। তাই আউলিয়ায়ে কেরামের দেখানো পথই শান্তি ও সমৃদ্ধির পথ। এ পথের অনুসারীরাই শান্তির ধর্ম ইসলাম লালন করেন।”
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাওলানা গোলামুন নবী, নেজাম উদ্দিন নূরী, আবদুল সবুর, এহসান হাবিব, সাংবাদিক জগলুল হুদা, ব্যবসায়ী নেতা গোলাম রসুল, মো. ইসমাইল, মো. মফিজ সওদাগর, দানু সওদাগর, মো. সুমন, মো. মিজান, মো. সাকিব, মো. রুবেল, মো. নুরুল আবছার, নাজের সওদাগর, আবু তাহের, মো. সাকিল প্রমুখ। শেষে মিলাদ, ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।