ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘোষিত লকডাউন প্রতিহত করতে চট্টগ্রামের সীতাকুণ্ডে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠন।
গতকাল বুধবার রাতে বিভিন্ন ইউনিয়নে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে হাজারো মশালের আলোয় আলোকিত হয়ে ওঠে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা।
এর অংশ হিসেবে উপজেলার বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারী, সলিমপুরসহ প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীরা মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা ও সমাবেশ করেন।
পথ সভায় বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমনে ভয়ভীতি ও লকডাউনের মতো অগণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করছে। কিন্তু দেশের মানুষ এখন আর ভয় পায় না। গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনকে কোনো লকডাউন থামাতে পারবে না।’
বক্তারা আরও বলেন, ‘সীতাকুণ্ডের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনার সকল ষড়যন্ত্র প্রতিহত করবে এবং নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ রাত থেকে আগামীকাল রাত পর্যন্ত অবস্থান করবে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ডা. কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, সলিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর, সাবেক সাধারণ সম্পাদক খ. ম. নাজিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের আহবায়ক ওয়াহিদুল ইসলাম চৌধুরী শরীফ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ফজলুল করিম চৌধুরী, মোস্তাফিজুর রহমান হিরু, হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক রোকন উদ্দিন মেম্বার, আলাউদ্দিন মনি, নুরুদ্দিন, আবু সালেহ, মান্নানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 


















