চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ এ.টি.এম. রেজাউল করিমের সমর্থনে বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় লালানগর আকবর সিকদার পাড়া তার নিজ বাড়ি এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, “রাঙ্গুনিয়ার মানুষের চিকিৎসা সেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। ইনশাআল্লাহ, সুযোগ পেলে রাঙ্গুনিয়ায় একটি আধুনিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে, যেখানে গরিব-দুঃখী মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান, বাংলাদেশ সরকারের সহকারী সচিব নুরুল আবছার, রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, লালানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ মুহাম্মদ নুরুল্লাহ প্রমুখ।
বক্তারা রাঙ্গুনিয়ার উন্নয়ন ও পরিবর্তনের ধারাকে এগিয়ে নিতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ রেজাউল করিমকে সমর্থনের আহ্বান জানান।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে উঠান বৈঠকের সমাপ্তি হয়।