সন্দ্বীপে নতুন জাতের আপেল কুল বরইয়ের চাষ হয়েছে। দেখতে মাঝারি সাইজের আপেলের মতো। রং আপেলের মতো সবুজ ও হালকা হলুদের ওপর লাল। স্বাদ হালকা মিষ্টি এবং অনেকটা বাউকুলের মতো।
উপজেলায় এর আগে আপেল কুল ও বাউকুলের চাষ হলেও নতুন জাত আপেল বরইয়ের চাষ এবারই প্রথম। প্রচলিত আপেল কুল ও বাউকুলের থেকে আকারে বেশ বড় এই কাশ্মীরি আপেল কুল। মগধরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে তিনি বাগান গড়ে তুলছেন।
নতুন এ জাতের বরই চাষ করে সফল হয়েছেন উপজেলার মগধরা ইউনিয়নের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন । সে ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আলম বাড়ির মৃত বাদশা মিয়ার ছেলে।
সরেজমিনে আজাদের কাশ্মীরি আপেল কুলের বাগানে গিয়ে দেখা যায়, নতুন জাতের এই কুলের সবুজ গাছে থোকায় থোকায় হালকা হলুদের ওপর লাল রঙের মাঝারি আপেল কুলে বাগান ভরে গেছে। বরইয়ের ভারে গাছ মাটিতে নুইয়ে পড়েছে।
বানিজ্যিক ভাবে না হলে ও মুলত শখের বশে তকর বাগান করা। প্রতিদিন উপজেলা থেকে বিভিন্ন শ্রণী পেষার লোকজন এমন কি বাহির থেকে ও তার বড়ই সহ ১৯৮ টি প্রজাতির ফল মুল শাক সবজি দেখতে আসেন। সবাই প্রশংসা করছেন সমাজ সেবার পাশাপাশি তার বাগানে বিভিন্ন প্রকৃতিক চাষ মানুষ কে মুগ্ধ করছে।
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে 



















