সন্দ্বীপের শিক্ষা ক্রিড়া ও সমাজসেবা মুলক সংগঠন আবদুল মালেক চেয়ারম্যান লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ প্রথম বারের মত সাউথ সন্দ্বীপ কলেজ কেন্দ্রে ২৯ নভেম্বর (শুক্রবার ) সকাল১০ টায় থেকে অনুষ্ঠিত হয়েছে।
পরিক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আবদুল মান্নান ও কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আবদুল হান্নান জানান এ বছর প্রাথম বার পরিক্ষায় আমাদের ৪র্থ, ৫ম,৬ষ্ঠ ও ৮ম শ্রেণীর ৭৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ৯৮৬ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহন করে ।শ্রেনী অনুযায়ী অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যা- চতুর্থ শ্রেণি ৩১২ জন ,৫ম শ্রেণী ৩৩২ জন ,৬ষ্ঠ শ্রেণী ১৯৪ জন , ও ৮ম শ্রেণীর ১৪০ জন। প্রতিষ্ঠান হাইস্কুল ১৩ প্রাথমিক বিদ্যালয় ৬২।
পরীক্ষা পদ্ধতি ও কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন সন্দ্বীপ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া, সাপে আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান সাউথ সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম ফিরোজ খান, আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ কামরুল হাসান, পরিক্ষার সমন্বয়ক ও আবদুল মালেক লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মিহির রঞ্জন নাথ, মাইন উদ্দিন, সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজকর্মী নিজাম উদ্দিন, শাহরিয়ার হাসান সজিব, নজরুল ইসলাম, সমাজকর্মী ও বিশিষ্ট ব্যবসায়ী আসিফ আকতার, সাংবাদিক বাদল রায় স্বাধীন, ইলিয়াছ সুমন, নজরুল নাইম, নাইমুর রহমান দুর্জয়, পরিক্ষা ব্যবস্হপনা কমিটির আহ্বায়ক কাজী মাহবুবুর রহিম, সদস্য মোঃ শোয়াইব, ইবনুর সারমান ইরান, কিরণ আলী, মামুনুর রশিদ, মোঃ নাছির পনির প্রমুখ।
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ থেকে 



















