চট্টগ্রাম 10:26 am, Saturday, 12 July 2025

আলটিমেটাম দিয়ে কোন লাভ হবে না আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে – হানিফ

আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন,আলটিমেটাম দিয়ে লাভ হবে না আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার কারণ ‘আমেরিকার একটি সংস্থা আইআরআই’র জরিপে উঠে এসেছে- বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে। অপরদিকে যতদিন খালেদা-তারেক দলের দায়িত্বে থাকবে, ততদিন এ দেশে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।

শুক্রবার বিকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভার মোশাররফ চত্বরে আ.লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই উপজেলা আ. লীগের উদ্যোগে জামাত বিএনপির অপতৎপরতা জঙ্গিবাদ ও নির্বাচন বানচালের চক্রান্তের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্নেল (অব) অলি আহমেদ সম্পর্কে হানিফ বলেন, এক সময় উনি বলেছিলেন মা ভালো হলে ছেলে ভালো হয়। এখন দেখি মাও খারাপ, ছেলেও খারাপ। এখন তিনি (কর্নেল অলি) তাদের সঙ্গেই জোট করে সরকার বিরুদ্ধে কথা বলছে।

মাহবুব উল আলম হানিফ আরও বলেন, বিএনপি তথাকথিত রোডমার্চ করেছে। তাদের লজ্জা থাকা উচিত, মির্জা ফখরুলের লজ্জা থাকা উচিত। তারা ১৮ অক্টোবর আলটিমেটাম দিয়েছে। সবসময় আলটিমেটাম দেয়, কিন্তু কিছু করতে পারে না। তারা ২০১২, ২০১৩ সালেও খালেদা জিয়াকে দুর্নীতি থেকে ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে আলটিমেটাম দিয়েছিল, কিছুই করতে পারেনি। শুধু আলটিমেটাম দিয়ে যাচ্ছে। যার জন্য আলটিমেটাম দিয়েছে তিনি কারাগারে, আর শেখ হাসিনা বারবার প্রধানমন্ত্রী হচ্ছেন। শেখ হাসিনার কৃপায়, মমতায়, আশীর্বাদে আজ তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি বলেন, শেখ হাসিনার উদ্যোগে চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে । মিরসরাই অর্থনৈতিক জোন বদলে দিবে বাংলাদেশকে। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুর রহমান তো ঘোষণা করেই দিয়েছেন, আমার ছেলে রুহেলকে আগামী নির্বাচনে মিরসরাইয়ের প্রার্থী। আমার তো বয়স হযেছে। যদি সে (রুহেল) এমপি হয়, আমি খুশি হব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি নাসির উদ্দীন দিদার, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক ভুট্টুসহ প্রমুখ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাই ট্র্যাজেডির নিহতদের শোক ও শ্রদ্ধায় স্মরণ

আলটিমেটাম দিয়ে কোন লাভ হবে না আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে – হানিফ

Update Time : 07:13:00 pm, Sunday, 8 October 2023

আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন,আলটিমেটাম দিয়ে লাভ হবে না আওয়ামীলীগ আবারও ক্ষমতায় আসবে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার কারণ ‘আমেরিকার একটি সংস্থা আইআরআই’র জরিপে উঠে এসেছে- বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে। অপরদিকে যতদিন খালেদা-তারেক দলের দায়িত্বে থাকবে, ততদিন এ দেশে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।

শুক্রবার বিকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভার মোশাররফ চত্বরে আ.লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই উপজেলা আ. লীগের উদ্যোগে জামাত বিএনপির অপতৎপরতা জঙ্গিবাদ ও নির্বাচন বানচালের চক্রান্তের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্নেল (অব) অলি আহমেদ সম্পর্কে হানিফ বলেন, এক সময় উনি বলেছিলেন মা ভালো হলে ছেলে ভালো হয়। এখন দেখি মাও খারাপ, ছেলেও খারাপ। এখন তিনি (কর্নেল অলি) তাদের সঙ্গেই জোট করে সরকার বিরুদ্ধে কথা বলছে।

মাহবুব উল আলম হানিফ আরও বলেন, বিএনপি তথাকথিত রোডমার্চ করেছে। তাদের লজ্জা থাকা উচিত, মির্জা ফখরুলের লজ্জা থাকা উচিত। তারা ১৮ অক্টোবর আলটিমেটাম দিয়েছে। সবসময় আলটিমেটাম দেয়, কিন্তু কিছু করতে পারে না। তারা ২০১২, ২০১৩ সালেও খালেদা জিয়াকে দুর্নীতি থেকে ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে আলটিমেটাম দিয়েছিল, কিছুই করতে পারেনি। শুধু আলটিমেটাম দিয়ে যাচ্ছে। যার জন্য আলটিমেটাম দিয়েছে তিনি কারাগারে, আর শেখ হাসিনা বারবার প্রধানমন্ত্রী হচ্ছেন। শেখ হাসিনার কৃপায়, মমতায়, আশীর্বাদে আজ তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি বলেন, শেখ হাসিনার উদ্যোগে চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে । মিরসরাই অর্থনৈতিক জোন বদলে দিবে বাংলাদেশকে। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুর রহমান তো ঘোষণা করেই দিয়েছেন, আমার ছেলে রুহেলকে আগামী নির্বাচনে মিরসরাইয়ের প্রার্থী। আমার তো বয়স হযেছে। যদি সে (রুহেল) এমপি হয়, আমি খুশি হব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি নাসির উদ্দীন দিদার, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক ভুট্টুসহ প্রমুখ