হাটহাজারীর আলমপুর উচ্চ বিদ্যালয়ে ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে আয়োজিত আর্বৃত্তি, বঙ্গবন্ধুর ভাষণ ও রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৯ই মার্চ) সকাল ১০ টায় উক্ত প্রতিষ্ঠানের হল রুমে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো.ইউনুচ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাফেজ কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, সদস্য মো.আলাউদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ মনসুর আলী। অত্র বিদ্যালয়ের শিক্ষক মু.সায়েম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষিকা শওকত আরা ইয়াসমিন প্রমূখ।
সবশেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন।