পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ কর্মসূচি এ প্রতিপাদ্য নিয়ে ইউনাইটেড কমাশিয়াল ব্যাংক সন্দ্বীপ শাখার উদ্যেগে তাল, কৃষ্ণচুড়া, আম সহ নানান জাতের ১ হাজার বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।
সারাদেশে ৫০ টি শাখার একযোগে উদ্বোধনের অংশ হিসেবে ১০ জুলাই সকাল ১১ টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের বাউন্ডারির পাশে আমের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন ও সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা।
এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দীন বেদন, উপজেলা ইন্জিনিয়ার রেজাউন নবী, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, ইউনাইটেড কমাশিয়াল ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যাবস্হাপক আলমগীর হোসেন, উপ- সহকারী কৃষি অফিসার নজরুল ইসলাম, মাহফুজুর রহমান মিতা এমপির একান্ত সচিব জাহাঙ্গীর আলম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, ইউসিবি সন্দ্বীপ শাখার সিনিয়র অফিসার জুলফিকার আলি ও দেবব্রত দাশ, সংবাদকর্মী জাহিদ হাসান শাকিল, খোদাবক্স সাইফুল, ও ফসিউল আলম প্রমুখ। ইউসিবি এ বৃক্ষ রোপণ তারা দেলোয়ার খাঁ সড়ক সহ সন্দ্বীপের বিভিন্ন স্হানে গাছের চারা রোপণ করবে।