বহে নিরন্তর অনন্ত আনন্দধারা॥ -স্লোগানে ইউসাম স্মরণিকার মোড়ক উন্মোচন এবং পুনর্মিলনী অনুষ্ঠান
২ সেপ্টেম্বর সকালে মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে মোড়ক উন্মোচন করেন ক্যানভাস ৪র্থ সংখ্যার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, ইউসাম এর উপদেষ্টা শেখ আতাউর রহমান, কামরুল হাসান এফসিএ, অধ্যক্ষ মো. নুরুল আফছার, রাশেদা আক্তার মুন্নি, ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন, অধ্যক্ষ মেজর রফিক উদ্দিন, প্রভাষক সাইদুল স্যার, প্রভাষক সাঈদ স্যার, সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের সৈয়দ আলতাফ হোসেন, ইউসাম এর প্রতিষ্ঠাতা সদস্য আলতাফ হোসেন রাজু, কাউসার হামিদ, সরোয়ার হোসেন বিজয়, ইউসাম ২০১৭-১৮ কমিটির সভাপতি ডা. সাকির উল ইসলাম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ইউসাম ২০১৮-১৯ কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম এবং বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রায়হান কাউসারসহ ইউসামের সম্মানিত সদস্যবৃন্দ।
ইউসাম কার্যকরী কমিটির সভাপতি জাছেম বিন মহিব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেজবাউল আলম এবং সহ-সভাপতি তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় ইউসাম পুনর্মিলনী, ক্যানভাস ৪র্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান আরম্ভ হয়। এতে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনঃনিয়োগ দেওয়ায় অধ্যাপক ডা. মো. ইসমাইল খান স্যারকে ইউসামের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় এবং মীরসরাই এর ৬ টি কলেজ এর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সর্বোপরি, শিক্ষা এবং কর্মমুখী জ্ঞানের দিকে জোর দিয়ে আরো সমৃদ্ধ ইউসাম গঠনের প্রত্যয় নিয়ে উক্ত আয়োজন সফলভাবে সমাপ্ত হয়।