হাটহাজারীতে সর্বস্থরের সুন্নি জনতা ও সর্বস্থরের ছাত্র ও জনসাধারণের উদ্যোগে ভারতে পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নীতেশ রানে কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদে জুমা পৌরসভার ইমাম শেরে বাংলা (রহঃ) দরবার শরীফ থেকে সর্বস্থরের সুন্নি জনতা এবং ডাক বাংলো চত্তর থেকে সর্বস্থরের ছাত্র জনতা ও জনসাধারণের আয়োজনে এ বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুন্নি জনতার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে মুহাম্মদ নাছির উদ্দীনের (রুবেল) সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহাজাদা আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ এনামুল হক আল কাদেরী, আলহাজ্ব মুহাম্মদ হারুন সওদাগর, শাহাজাদা নাজমুল হক আল কাদেরী, মুহাম্মদ আমান উল্লাহ আমান, সৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দীন মেম্বার, মুহাম্মদ সাহেদুল আলম, মাওলানা মুহাম্মদ হাসান রেজা, হাফেজ মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ ওমর ফারুক, সৈয়দ মুহাম্মদ রামিমসহ আরো অনেকে। এতে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও মুসলিম জনতা অংশ গ্রহন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল ইমাম শেরে বাংলা (রহঃ) দরবার শরীফ থেকে শুরু হয়ে প্রধান সড়ক পদক্ষিন করে আজিমপাড়া রাস্তার মাথা, বাসস্ট্যান্ড হয়ে পুনরায় দরবার শরীফে এসে শেষ হয়।
অপরদিকে ডাক বাংলো চত্তর থেকে সর্বস্থরের ছাত্র সমাজ ও জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক মো.আলী ওবায়দুল্লাহ। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাটহাজারীর রকি, আমানউল্লাহ, সানিম, ইব্রাহিম, মাহির সহ অসংখ্য সাধারণ শিক্ষার্থী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলের “লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার’ ,’ দুনিয়ার মুসলিম এক হও, এক হও’, ‘তোমার নেতা, আমার নেতা বিশ্ব নবী মোস্তফা’, ‘বিশ্বনবীর অপমান সইবে নারে মুসলমান’, ‘ফিদাকা আবি ওয়া উম্মি
ইয়া রাসূলুল্লাহ (সা.)’, ‘ফিদাকা নাফসি ওয়া দমি ইয়া রাসূলাল্লাহ (সা.)’, ‘তেরা মেরা রিসতা কিয়্যা লা ইলাহা ইল্লাল্লাহ’, ইত্যাদি স্লোগানে তখন ডাক বাংলো চত্তর প্রকম্পিত হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল ডাক বাংলো চত্তর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড,কলেজ গেট জাগৃতি মোড়, কাচারি সড়ক হয়ে বাজারের ত্রিবেনী মোড়ে এসে শেষ হয়।
উভয় সমাবেশে বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কুটুক্তি কারীদের আইনের আওতায় এনে ফাঁসির জোর দাবী জানান। এবং দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি না করার জন্য সকলের প্রতি আহবান জানান।