গাউছিয়া সমিতি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা ও পোমরা ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে পবিত্র জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষ্যে বিশাল র্যালী বুধবার (২৭ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি পোমরা বুড়ির দোকান থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের কর্ণফুলী জুটমিল পর্যন্ত প্রদক্ষিণ করে পুণরায় পোমরা সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে সমাপ্ত হয়।
উক্ত র্যালীতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন ফটিকছড়ি সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে ত্বরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুলহাজ্ব আল্লামা মৌলানা সৈয়দ মছিহুদ্দৌলা মা.জি.আ। প্রধান বক্তা হিসেবে ছিলেন গাউছিয়া যুব সমিতি কেন্দ্রীয় চেয়ারম্যান হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ তাওছিফুল হুদা মা.জি.আ।
এতে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, সাংবাদিক ও সর্বস্তরের সুন্নী জনতা।
এদিকে জুলুস উপলক্ষে এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে গাউছিয়া সমিতির কর্মীরা পোমরা বুড়ির দোকান এলাকায় সমবেত হতে থাকেন। দশটার দিকে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জুলুসটি শুরু করা হয়। জুলুসে অংশ নেওয়া সুন্নী জনতার হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, গাউসিয়া সমিতির পতাকা, বিভিন্ন আহবান সম্বলিত প্লে—কার্ড, ফেস্টুন ছিলো।
এ সময় অংশগ্রহণকারীদের কণ্ঠে ইয়া নবী সালাম আলাইকা, মোস্তফা জানে রহমত পে লাখো সালাম ইত্যাদি হামদ—না’তে রাসূল (দ.), নারায়ে তকবির— আল্লাহু আকবর, নারায়ে রিসালাত— ইয়া রাসুলাল্লাহ (দ.) নানা স্লোগানের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আশেপাশের এলাকা। পরে সমাবেশ শেষে মিলাদ, ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।