রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বুধবার (২৬ জুন) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বড়ির সভাপতি ইলিয়াছ মিয়া তালুকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। সম্মানিত অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ শেখ পারভীন আক্তার।
শিক্ষক অমিয়তোষ বড়ুয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, আবদুল মন্নান তালুকদার, মো. জামাল উদ্দিন, শিক্ষক কুতুব উদ্দিন বাহার, এস এম ইদ্রিস, কলেজ গভর্ণিং বড়ির সদস্য কাজী সিরাজুল হক, মঈন উদ্দিন তালুকদার, মো. জাকারীয়া লাভলু, আমির হোসেন, উত্তর জেলা ছাত্রলীগ নেতা মো. আবু বক্কর প্রমুখ।
শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।