উত্তর সন্দ্বীপ ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে পুনর্মিলনী, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার (১৯ অক্টোবর) সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারেফ হোসেন।
কলেজের আইসিটি বিভাগের প্রভাষক নিঝুম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের দাতা সদস্য কাতার প্রবাসী ব্যবসায়ী নূরুল মোস্তফা খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকমন্ডলী এনং প্রাক্তন ছাত্র-ছাত্রী ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধ্য সন্তোষপুর হাই স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি হেলাল উদ্দিন খোকা, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উত্তর সন্দ্বীপ প্রতিনিধি ডা. মোজাম্মেল হোসেন, সন্তোষপুর আদর্শ আলিম মাদরাসার সুপার মাওলানা এ এস এম হালিম উল্যাহ, সন্তোষপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, দারুল উলুম ওসওয়াতুল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা ছোলাইমান চৌধুরী, সন্দ্বীপ মহিলা মাদরাসার সুপার মাওলানা আবদুল ওয়াদুদ, দিদারুল আলম, বিশিষ্ট ব্যাবসায়ী আসিফ আকতার, ছাত্রনেতা নূরউদ্দিন, সাংবাদিক ইলিয়াছ সুমন, প্রমুখ। প্রচন্ড বৈরী আবহাওয়ার কারণে ব্যাপক প্রস্ততি নেয়া এই অনুষ্ঠান টি বেলা ১২ টার দিকে আমেজের কিছুটা ভাটা পড়ে।