চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো: আহসান হাবীব পলাশসহ প্রশাসনের কর্মকর্তারা চৌধুরীহাটস্থ ফতেয়াবাদ পল্লী সংগঠন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে দুর্গোৎসবের মহা অষ্টমীর দিন সন্ধ্যার দিকে তারা ওই পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মের মানুষদের সাথে তারা শুভেচ্ছা বিনিময়কালে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো.আহসান হাবীব পলাশ বলেন, সারাদেশের মতো হাটহাজারীতেও উৎসাহ উদ্দীপনায় দুর্গাপূজা পালন হচ্ছে।
সাথে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দীন খান, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) সোয়েব আহমেদ খান, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান।
ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতির সভাপতি কল্যান পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, হাটহাজারী পূজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার অশোক কুমার নাথ, যুগ্ম আহবায়ক সাংবাদিক বাবলু দাশ, টিটু তালুকদার, সদস্য সচিব উজ্জ্বল দত্ত, সদস্য সুভাষ নাথ,রিপন নাথ,জুযেল দাশ, প্রকাশ শীল, ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি সহ- সভাপতি অধ্যাপক বিকাশ নন্দী,লিটন পালিত, সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক নটরাজ চৌধুরী, ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি, মুখেশ নন্দী, ধীমান পাল, নিপু বিশ্বাস,জিকু শীল, শৈবাল নন্দী, প্রসেনজিৎ চৌধুরী, বিশ্বজিৎ পাল, এফ.এম.89 রেডিও ইনচার্জ বিপ্লব পাল, তড়িৎ দাশ, লিটন দে, দেবাশীষ পাল, উজ্জ্বল ধর, নাথুরাম ধর প্রমূখ।
প্রসংগত, হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় এ দুর্গাপূজা উপলক্ষে হাটহাজারীতে ১২৮টি পূজামণ্ডপে একযোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। পাঁচ দিনের এই উৎসব আনন্দমুখর করে তুলতে নানা আয়োজন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা।