চট্টগ্রাম 10:38 am, Monday, 25 August 2025

এইচএসসি’র ফলাফল প্রকাশ: সন্দ্বীপে পাশের হার ৬৭.১৭ জিপিএ ৫ পেয়েছে ৪৪ জন

২০২২ সালের এইচএসসি ও সমমানের পরিক্ষায় সন্দ্বীপ উপজেলার ৬ টি কলেজ ও তিনটি ফাজিল মাদ্রাসার মোট পরিক্ষার্থী ১৪৫৩ জন পাশ করছে ৯৭৬ জন গড় পাশের হার ৬৭.১৭, বুধবার ৮ ফেব্রয়ারি বেলা ১২ টায় সারাদেশে এক সাথে উক্ত পরিক্ষায় ফল প্রকাশিত হয়।

ফলাফলে দেখা যায় সরকারি হাজী আবদুল বাতেন কলেজে মোট পরিক্ষার্থী ৪৪৭ পাশ করছে ২৬৫ পাশের হার ৫৯.২৮ জিপিএ ৯ পেয়েছে ৫ জন। মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজে মোট পরিক্ষার্থী ২৭৩ পাশ করছে ২১১ জান পাশের হার ৭৭.২৯ জিপিএ ৫ পেয়েছে ৬ জন। সাউথ সন্দ্বীপ কলেজে মোট পরিক্ষার্থী ২৬৫ জন পাশ করছে ১৭৫ জন পাশের হার ৬৬.০৪ জিপিএ ৫ পেয়েছে ১৩ জন।

উত্তর সন্দ্বীপ কলেজ মোট পরিক্ষার্থী ২০৮ জন পাশ করছে ১৪৪ জন পাশের হার ৬৯.২৩ জিপিএ পেয়েছে ০৭ জন। মগধরা স্কুল এন্ড কলেজে মোট পরিক্ষার্থী ৫২ জন পাশ করছে ৪২ জন পাশের হার ৮০.৭৬ জিপিএ ৫ পেয়েছে ০৭ জন। আবুল কাশেম হায়দার মহিলা কলেজে মোট পরিক্ষার্থী ৬২ জন পাশ করছে ৩৮ জন পাশের হার ৬১.২৯ জিপিএ ৫ নেই। বশিরিয়া আহমেদীয়া আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসার মোট পরিক্ষার্থী ৭৯ জন পাশ করছে ৫২ জন পাশের হার ৬৫.৮২ জিপিএ ৫ নেই।

সন্দ্বীপ কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মোট পরিক্ষার্থী ২০ জন পাশ করছে ১৪ জন পাশের হার ৭০% জিপিএ ৫ নেই। কাটঘর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মোট পরিক্ষা ৪৭ জন পাশ করছে ৩৫ জন পাশের হার ৬৯.১৮।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার সময় হাতেনাতে আসামি আটক

এইচএসসি’র ফলাফল প্রকাশ: সন্দ্বীপে পাশের হার ৬৭.১৭ জিপিএ ৫ পেয়েছে ৪৪ জন

Update Time : 11:48:03 pm, Wednesday, 8 February 2023

২০২২ সালের এইচএসসি ও সমমানের পরিক্ষায় সন্দ্বীপ উপজেলার ৬ টি কলেজ ও তিনটি ফাজিল মাদ্রাসার মোট পরিক্ষার্থী ১৪৫৩ জন পাশ করছে ৯৭৬ জন গড় পাশের হার ৬৭.১৭, বুধবার ৮ ফেব্রয়ারি বেলা ১২ টায় সারাদেশে এক সাথে উক্ত পরিক্ষায় ফল প্রকাশিত হয়।

ফলাফলে দেখা যায় সরকারি হাজী আবদুল বাতেন কলেজে মোট পরিক্ষার্থী ৪৪৭ পাশ করছে ২৬৫ পাশের হার ৫৯.২৮ জিপিএ ৯ পেয়েছে ৫ জন। মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজে মোট পরিক্ষার্থী ২৭৩ পাশ করছে ২১১ জান পাশের হার ৭৭.২৯ জিপিএ ৫ পেয়েছে ৬ জন। সাউথ সন্দ্বীপ কলেজে মোট পরিক্ষার্থী ২৬৫ জন পাশ করছে ১৭৫ জন পাশের হার ৬৬.০৪ জিপিএ ৫ পেয়েছে ১৩ জন।

উত্তর সন্দ্বীপ কলেজ মোট পরিক্ষার্থী ২০৮ জন পাশ করছে ১৪৪ জন পাশের হার ৬৯.২৩ জিপিএ পেয়েছে ০৭ জন। মগধরা স্কুল এন্ড কলেজে মোট পরিক্ষার্থী ৫২ জন পাশ করছে ৪২ জন পাশের হার ৮০.৭৬ জিপিএ ৫ পেয়েছে ০৭ জন। আবুল কাশেম হায়দার মহিলা কলেজে মোট পরিক্ষার্থী ৬২ জন পাশ করছে ৩৮ জন পাশের হার ৬১.২৯ জিপিএ ৫ নেই। বশিরিয়া আহমেদীয়া আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসার মোট পরিক্ষার্থী ৭৯ জন পাশ করছে ৫২ জন পাশের হার ৬৫.৮২ জিপিএ ৫ নেই।

সন্দ্বীপ কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মোট পরিক্ষার্থী ২০ জন পাশ করছে ১৪ জন পাশের হার ৭০% জিপিএ ৫ নেই। কাটঘর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মোট পরিক্ষা ৪৭ জন পাশ করছে ৩৫ জন পাশের হার ৬৯.১৮।