“ফুলের মতো ফুটবো মোরা আলোর ন্যায় ছুটবো জ্ঞানের আলো সাথে নিয়ে, দেশটাকে গড়বো” এই স্লোগানে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তর। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় সীতাকুণ্ড সদরের ডায়মন্ড কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তরের সভাপতি সাজিদ চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাইনুদ্দিন রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক কাজি বরকত আলি, ডেপুটি এটর্নী জেনারেল এড. সাইফুর রহমান।
বক্তারা ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সহায়ক নানা পদক্ষেপের কথা তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গাইডলাইন প্রদান করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে চট্রগ্রাম উত্তর জেলা শিবির সভাপতি সাজিদ চৌধুরী, “সন্দ্বীপ, মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার গরিব ও মেধাবী বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের আবেদন ফরম ফি এবং যাতায়াতের দায়িত্ব ছাত্রশিবিরের পক্ষ থেকে নিবেন বলে ঘোষণা দেন।”
অনুষ্ঠানে সীতাকুণ্ড ও মিরসরাইয়ের শুধুমাত্র জিপিএ ৫ প্রাপ্ত ২ শতাধিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করে।