হাটহাজারী জোনের সাবেক পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) সামসুদ্দিন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পাওয়া ও বদলী উপলক্ষ্যে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় হাটহাজারী পৌরসভার বাস টার্মিনাল চত্বরে চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
বাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতি সাধারণ সম্পাদক ফারুক খাঁন।
হাটহাজারী দ্রুতযান পরিবহনের লাইন সম্পাদক মো.রাশেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ট্রাফিক বিভাগ এডমিন মো. রফিক আহাম্মদ মজুমদার, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনজুর কাদের ভূঁইয়া ও রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ।
এতে বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, সাংগঠনিক সম্পাদক মো.আবু তালেব, চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো.জাফর, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো.শাহজাহান, চট্টগ্রাম জেলা বাস-মিনিবাস যানবাহন শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো.মনছুর আলম, চট্টগ্রাম আন্তঃজিলা রাঙ্গামাটি-খাগড়াছড়ি ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি মো.ইলিয়াছ এবং চট্টগ্রাম হা.না.রা.অটো টেম্পু বেবি টেক্সী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.ইউছুপ প্রমুখ।
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি 


















