জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উত্তরজেলা সমন্বয় কমিটিতে দায়িত্ব পেয়েছেন রাঙ্গুনিয়ার ছয়জন। এরমধ্যে দুইজনকে দেয়া হয়েছে যুগ্ম সমন্বয়কের দায়িত্ব এবং বাকী চারজন সদস্য হিসেবে রয়েছেন। গত ২৫ অক্টোবর দলটির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম উত্তরজেলায় দায়িত্ব পাওয়া নেতৃবৃন্দরা হলেন- যুগ্ম সমন্বয়কারী হিসেবে আসিফ উদ্দিন চৌধুরী ও আব্দুল করিম টিপু এবং সদস্য হিসেবে রয়েছেন মো: কাইমুদ্দিন, আবুবকর সিদ্দিকী মোরশেদ, ওয়াহিদা পিংকি ও এনায়েত চৌধুরী।
উল্লেখ্য অনুমোদন দেওয়া উত্তরজেলার ৩৫ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন সাগুপ্ত বুশরা মিশমা। এছাড়া ৯ জনকে যুগ্ম সমন্বয়কারী এবং বাকীদের সদস্য হিসেবে কমিটিতে রাখা হয়। ঘোষিত এই কমিটি আগামী তিন মাস অথবা আহবায়ক কমিটি গঠিত হওয়ার পূর্ব পর্যন্ত বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়৷
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 








