আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিতে রাঙ্গুনিয়ার মরিয়মনগরে দিনভর গণসংযোগ চালিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা করেন।
গণসংযোগকালে ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, “এই নির্বাচন রাঙ্গুনিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার ভোট হবে পরিবর্তনের পক্ষে, সৎ নেতৃত্বের পক্ষে এবং দুর্নীতির বিরুদ্ধে রায় দেওয়ার নির্বাচন।”
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ভোটেই নির্ধারিত হবে আগামী দিনের রাঙ্গুনিয়া কেমন হবে। যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে সংসদে আমি রাঙ্গুনিয়ার মানুষের অধিকার আদায়ের জন্য নির্ভীক কণ্ঠে কথা বলবো।”
তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি-এই এলাকার উন্নয়ন হবে, কিন্তু তা হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে। জনগণের ভোটের আমানতের অপব্যবহার কখনো করা হবে না।”
নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, “নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান কর্মসূচি।”
ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, “আমি ভোট চাই ক্ষমতার জন্য নয়, ভোট চাই জনগণের সেবা করার সুযোগ হিসেবে। এই নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক হবে ন্যায়, সততা ও পরিবর্তনের প্রতীক।”
শেষে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোট দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে অবস্থান নিন।”
মরিয়মনগরের বিভিন্ন এলাকায় গণসংযোগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেক ভোটার তার নির্বাচনী অঙ্গীকারের প্রতি আস্থা প্রকাশ করেন এবং ভোটকেন্দ্রে উপস্থিত থাকার আশ্বাস দেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















