ওমানের দুকুম এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাতজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় সন্দ্বীপ অধিকার আন্দোলনের কার্যালয়ে এ শোকসভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
শোকসভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জায়েদ কামাল, যুবদল নেতা সাইফুল আমিন, গাছুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. রফিক, সাংবাদিক ইসলাম হোসেন মনি, ইলিয়াস সুমন, নওশাদ আকরাম, এমদাদ হোসেন, নজরুল ইসলামসহ অনেকেই।
সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি মো. হাসানুজ্জামান সন্দ্বীপী বলেন, “দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি প্রবাসীরা পরিবার ও দেশের ভবিষ্যতের জন্য জীবনবাজি রেখে পরিশ্রম করে যাচ্ছেন। তাদের এ মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে শোকাহত করেছে। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
মোনাজাত পরিচালনা করেন ক্বারী মো. ইউসুফ আলী।
শোকসভায় নিহত আরজুর বড় ভাই মো. মিলাদ আবেগঘন কণ্ঠে তার ভাইসহ অন্যান্য নিহত প্রবাসীদের স্মৃতিচারণ করেন।
বক্তারা প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান।