সন্দ্বীপে প্রায় বিশ হাজার মানুষ নিয়ে মার্চ ফর স্মার্ট বাংলাদেশ শ্লোগানকে সামনে নিয়ে উন্নয়ন শোভাযাত্রা করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি ১৫ নং মাইটভাংগা ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান লায়ন মিজানুর রহমান মিজান।
১৫ অক্টোবর (রবিবার) সকাল দশটায় শোভাযাত্রা সন্দ্বীপের প্রাণ কেন্দ্র এনাম নাহার মোড় হয়ে নিশি এগ্রো খামার শুরু হয়ে উপজেলা কমপ্লেক্স এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্যে লায়ন মোহাম্মদ মিজানুর রহমান মিজান। বলেন শেখ হাসিনা সরকার আছে বলেই দেশের এতো উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সন্দ্বীপের উন্নয়নের প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তিনি ২০১২ সালে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দ্বীপকে বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন, দেলোয়ার খা সড়ক পাকা করেছেন, নতুন জাহাজ দিয়েছেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার বরাদ্দ দিয়েছেন। সন্দ্বীপের এই উন্নয়নকে অব্যাহত রাখতে তিনি সবার কাছে নৌকা প্রতীকে ভোট চান। তিনি আরো বলেন, নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন তবে আমি সন্দ্বীপের উন্নয়নের সমবন্টন নিশ্চিত করবো। স্বাস্থ্য সেবা, নিরাপদ নৌ যাতায়াতে যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলোর নিরসনে কাজ করে যাবো।
সকাল দশটা থেকে বিভিন্ন পরিবহনে সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা এসে নিশি এগ্রো খামার মাঠে জমায়েত হয়। সকাল সাড়ে এগারোটায় বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে সন্দ্বীপ টাউনের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার মৌলভী গোলাম তোয়াহা, সারিকাইত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজ উদ্ দোলা, মাইটভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, গোলাম কিবরিয়া মঞ্জুর, ইয়াহিয়া মিলন,দিদারুল আলম মেম্বার, আবু কাউছার, স্বপন নাগ, কামাল উদ্দিন, সোহেল মেম্বার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কাজী ফোরকান উদ্দিন, সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান, প্রচার সম্পাদক আনোয়ারুল কবির, সারিকাইত ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, মাইটভাংগা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবদুর রহিম শিবলী, সাধারণ সম্পাদক আইনুল কবির মুন্না, উপজেলা কৃষকলীগের নেতা শামসুল আলম, নরোত্তম বণিক, নারী নেত্রী ও সংগঠক শামীমা আক্তার স্বপ্না মেম্বার, ইউপি সদস্য রিনা বেগম, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হীরা কায়সার, সালাউদ্দিন আরমান সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন ও ব্যবসায়ী ও পেশাজীবিরা উপস্থিত ছিলেন।