রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ কালু নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টায় কাপ্তাই থানা এলাকা সংলগ্ন ওয়াগ্গা শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পটের সামনে থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
আসামী মোঃ কালু ৪নং কাপ্তাই ইউনিয়ন এর মোনাফের টিলা এলাকার মৃত মনির আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ জানান, থানার এসআই সাপুর বখতিয়ার খন্দকার এবং সঙ্গীয় এএসআই এএফএম সাদিক হাসান, এএসআই মোঃ আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করেছে।
এসময় তার সাথে থাকা ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এদিকে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার পর তাকে রোববার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি নিশ্চিত করেছেন।