কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে আউশ প্রণোদনা কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক ১৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের আউশ ধানবীজ এবং সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এগুলো বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ এর সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী। এসময় উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রত্যেক কৃষককে ব্রি ধান৪৮, ব্রি ধান৮৫, ব্রি ধান৯৮ জাতের ৫ কেজি আউশ ধানবীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।