কাপ্তাইয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) বিকেল ৩টায় শোভাযাত্রাটি কেপিএম হরিমন্দির থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের মিলনায়তনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রাটির উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমলেন্দু ধর এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, কাপ্তাই উপজেলা বিএনপির সহ সভাপতি হারুনর রশিদ রতন, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিব হোসাইন মইন, বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট রাঙামাটি জেলার যুগ্ম আহবায়ক রূপক মল্লিক রাতুল প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য। এদিকে আলোচনা সভা ও শোভাযাত্রাটিতে কাপ্তাই উপজেলার সনাতনী সম্প্রদায়ের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।