রাঙামাটির কাপ্তাই উপজেলায় আগামী ১ সেপ্টেম্বর থেকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এই উপলক্ষে আজ বুধবার ২৮ (আগস্ট) কাপ্তাই উপজেলা কিন্নরী মিলনায়তনে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার। সভায় কাপ্তাই উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। স্মার্ট কার্ড গ্রহণ করার জন্য প্রত্যেককে স্বশরীরে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যারা স্মার্ট কার্ড গ্রহণ করবেন তাদের হাতের ১০ আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ গ্রহণ করা হবে।। স্মার্ট কার্ড সংগ্রহের ক্ষেত্রে কাউকে কোন ধরনের টাকা প্রদান করতে হবে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।