রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশন (ইফা),র ফিল্ড সুপারভাইজার বিদায় ও বরণ সংবর্ধনা অনুুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শিলছড়ি জামে মসজিদে অনুুষ্ঠিত হয়।
ইফা মডেল কেয়ারটেকার মাওলানা সোলাইমান এর সঞ্চালনায় এবং নবাগত ফিল্ড সুপারভাইজার মো.নাছির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদায়ী ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ নুরুন নবী।
বক্তব্য রাখেন মডেল কেয়ারটেকার মো.সিরাজুল ইসলাম,হাফেজ জালাল উদ্দিন,মাওলানা আব্দুল ছালাম, শিক্ষক কবির হোসেম, হাফেজ আবুল কালাম। প্রধান অতিথি বিদায়ী ফিল্ড সুপারভাইজার বলেন সকল শিক্ষক প্রাক-প্রাথমিক সরকারের নির্দেশনা মেনে চলবেন। পরে সকল ইফার শিক্ষক নবাগত ও বিদায়ী ফিল্ড সুপার ভাইজার কে ক্রেস্ট প্রদান করে।