কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসাবে শনিবার (১৯ জুলাই) বাদ যোহর কাপ্তাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা মডেল মসজিদে জুলাই-আগষ্ট সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সেকান্দার আলী রাসেল, উপজেলা ছাত্রদল সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাত হোসেন, কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদল সাবেক আহবায়ক আবদুল্লাহ আল মামুন অপু, কলেজ ছাত্রদল সাবেক সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশ, ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইবনে জাহিদ সাকিব, কলেজ ছাত্রদল সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল বাপ্পু, কলেজ ছাত্রদল সভাপতি ফাহিম শাহরিয়া, সাধারণ সম্পাদক সোহেল তনচংগ্যা, কলেজ ছাত্রদল নেতা রাব্বি সোনেত, মোশারফ হোসেন রিংকু, মুশফিকুর রহমান আকাশ, চন্দ্রঘোনা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক সিজান আহমেদ সাগর, রাইখালী ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আবিদ উল্যাহ রানা, রাঙ্গামাটি কলেজ ছাত্রদল নেতা রাহাত ইমন, সিফাত, হৃদয়, সজীব, তারেক, জমির সহ বিপুল সংখ্যক ছাত্রদল নেতৃবৃন্দ।