রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ৮ কেজি ওজনের ৭ ফুট লম্বা একটি বার্মিজ অজগর অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বিকালে কাপ্তাই রেঞ্জ অফিসার এসএম মহিউদ্দিন চৌধুরী এর উপস্থিতিতে অজগরটি বনবিভাগের সদস্যরা অবমুক্ত করে।
এবিষয়ে কাপ্তাই রেঞ্জ অফিসার জানান, গতকাল বুধবার রাঙামাটির শহর এর লোকালয় থেকে অজগরটি উদ্ধার করে বনবিভাগের সদস্যরা। পরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে অজগরটি আজ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, কাপ্তাই জাতীয় উদ্যানে এর আগেও বেশ কয়েকটি অজগর ও বিরল প্রজাতির বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।