সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের ৫ম অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আহসান জামিল পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসান বলেন- আমাদের সন্দ্বীপের বেশিরভাগ প্রবাসীরা দক্ষতা অর্জন না করে প্রবাসে চলে যায়।দক্ষতা না থাকায় তারা প্রবাসে ভালো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারছে না। প্রবাসে যাওয়ার আগে অবশ্যই কারিগরি প্রশিক্ষণ নিয়ে যাওয়া উচিত।
(৪ জানুয়ারি, শনিবার) সন্দ্বীপ কমিউনিটি সেন্টারে সোনালী সন্দ্বীপ তরুণ প্রবাসী ঐক্য পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২০২৫-২৬ বর্ষের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বই বিষয়ক সংগঠন বইচিন্তার চিফ কো-অর্ডিনেটর নজরুল নাঈম এর সঞ্চালনায় মোহাম্মদ মহিউদ্দিন মহির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা কাজী মুসলিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান ,ইসলামী ব্যাংক সন্দ্বীপ শাখার ম্যানেজার মোঃ কামরুজ্জামান, এডভোকেট এম সাইফুর রহমান খাঁন।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মোঃ শাহাদাত হোসেন, মাস্টার আবুল হোসেন মোহাম্মদ এরশাদ উল্লাহ সাখাওয়াত হোসেন বকুল, আব্দুল হামিদ চৌধুরী, মোবাশ্বের ইসলাম, আমিন রসুল ফরহাদ, মোঃ শাহাব উদ্দিন, মনিরুজ্জামান মনির, মোঃ ফয়জুল্লাহ, মোঃ শাহজাহান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে নতুন কমিটি, উপদেষ্টা সহ সদস্যদের বিভিন্ন ক্যাটগরিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।