আগামী কাল বৃহস্পতিবার ১০ এপ্রিল শুরু হতে যাচ্ছে সারা দেশের ন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধিনে সন্দ্বীপ উপজেলার এস এস সি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ২৮ টি মাধ্যমিক বিদ্যালয়, ১০ টি দাখিল মাদ্রাসা ও ১ টি ভোকেশনাল স্কুলের ৩ হাজার ২৮২ জন পরিক্ষার্থী। মোট আটটি কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে কেন্দ্র কেন্দ্রে পাঠানো হয়েছে পরিক্ষার খাতা পত্র। কাল থেকে হতে যাওয়া এ পরীক্ষা চলবে ১৩ মে ২০২৫ পর্যন্ত। এরপর ১৫ থেকে ২২ মে পর্যন্ত ব্যাবহারিক পরীক্ষা চলবে। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে। এসএসসি ও সমমান পরীক্ষা চলার তিন ঘণ্টা পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। আর কেন্দ্রের আশপাশে ২০০ গজের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট নন, এমন কেউ চলাচল করতে পারবেন না। এসএসসি-সমমান পরীক্ষার শুরুর দিন ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত বছরের তুলনায় সন্দ্বীপে এবার পরীক্ষার্থী কমছে ৪০৫ জন গতবছর পরিক্ষার্থী ছিল ৩৬৮৭ জন।
২০২৩ সালে সন্দ্বীপ উপজেলায় পরিক্ষার্থী ছিল ৪০৫৩ জন, অর্থাৎ ২ বছরে সন্দ্বীপে এস এস সি সমমানের পরিক্ষার্থী কমছে ৭৭১ জন। পরিক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর নজরদারিতে রয়েছে কতৃপক্ষ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায় সন্দ্বীপ উপজেলার আটটি কেন্দ্রের মধ্যে এস এস সির ৬ টি কেন্দ্র , ২ হাজার ৬৩৮ জন, দাখিলের ১ টি কেন্দ্র ৪৬৩ জন, এস এস সি ভোকশনালের ১ টি কেন্দ্রে ১৮১ জন পরিক্ষার্থী এবারের পরিক্ষায় অংশ গ্রহন করবে। এস এস সি ৬ টি কেন্দ্রের মধ্যে কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬১৪ জন, আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩১৯ জন, সন্তোষপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৩৫ জন, একে একাডেমির গাছুয়া কেন্দ্রে ৩৩৩ জন, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৯৩ জন, মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৪৪ জন, দাখিলের ১ টি কেন্দ্রে বশিরিয়া আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪৬৩জন।
এ ছাড়া ভোকেশনালের এক মাত্র কেন্দ্রে ১৮১ জন পরিক্ষায় অংশ গ্রহন করবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা মোঃ সেলিম বলেন পরিক্ষায় যাবতীয় প্রস্ততি শেষ এখন বেঞ্চ বসানোর কাজ চলছে, এবং সকল প্রকার পদক্ষেপ গ্রহন করা হয়েছে। নির্ধারিত ৩০ মিনিট আগে পরিক্ষার্থীদের পরিক্ষার হলে আসতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমার বলেন পরিক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে, পরিক্ষায় সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃংখলা বাহিনী ও ম্যাজিস্ট্রেট নিয়েজিত থাকবে।