চট্টগ্রামের মিরসরাইয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণার সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের গাড়ি বহরে হামলা ও গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা।
এসময় কেন্দ্রীয় এই যুবলীগ নেতার গাড়ি বহরে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন, ভাঙচুর করা হয়েছে কয়েকটি গাড়ি।
শনিবার উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়ার কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণার সময় মিরসরাই ইকোনমিক জোনের সড়কে বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে তৌহিদ আনোয়ার বাপ্পি, আবদুল্লাহ আল নাঈম রবিন, ফিরোজ খান, আবু নাসির রিপন, মোমিনুল ইসলামসহ প্রায় অর্ধশত অস্রধারী এই হামলা চালায় বলে অভিযোগ করেন যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট।
এ ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা আছিফুর রহমান শাহীন, মিরসরাই উপজেলা যুবলীগের মো: আলি, রমজান আলী বাবলু, শওকত আজিম রিংকু, মো: শাহাবুদ্দিনসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা।
এই বিষয়ে ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, এলিটদের লোকজন অস্ত্র নিয়ে খেলার মাঠে আমার কর্মীদের উপর হামলা করে। এতে আহত হয় রবিন, সাহেদসহ৬/৭ জন। তাদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়।
এবিষয়ে জানতে মিরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৬ রাউন্ড এলজির কার্তুজের ও ৩ রাউন্ড পিস্তলের কার্তুজের খোসা উদ্ধার করি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানাবো।