চট্টগ্রাম 11:59 am, Thursday, 31 July 2025

কেপিএমে শান্তিপূর্ণভাবে সিবিএ নির্বাচন সম্পন্ন

কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের সিবিএ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে মঙ্গলবার (১১ জুন)। এতে “চাকা” প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (রেজিঃ নং চট্ট-২৬২১)।

ওইদিন কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) শ্রমিক কর্মচারী চিত্তবিনোদন ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে শ্রমিক-কর্মচারী পরিষদ একমাত্র প্রতিদ্বন্ধী সংগঠন ছাতা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া কেপিএম ওয়ার্কার্স ইউনিয়নকে (রেজিঃ নং চট্ট-২৭৫০) ৩৬ ভোটে পরাজিত করে।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। সিবিএ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষে মিল কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ, আনসার এবং নিজস্ব নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বপালনকারী চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক আবদুস সাব্বির ভূইয়া নির্বাচন শেষে বেলা সাড়ে ৩টায় ফলাফল ঘোষণা করেন।

এতে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ পায় ৯৩ ভোট এবং কেপিএম ওয়ার্কার্স ইউনিয়ন পায় ৫৭ ভোট। নির্বাচনে মোট ১৫৪ জন ভোটারের মধ্যে ১৫২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ২টি ভোট বাতিল হয়। এবং ২ জন ভোটার অসুস্থতা জনিত কারণে ভোট দানে বিরত থাকে।

এদিকে, নির্বাচনে বিজয়ী হবার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার তাদের পুনরায় নির্বাচীত করায় সকল শ্রমিক কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি’র পাঁচ নেতা বহিষ্কার; মিরসরাইয়ে গণবিক্ষোভ

কেপিএমে শান্তিপূর্ণভাবে সিবিএ নির্বাচন সম্পন্ন

Update Time : 05:34:22 pm, Tuesday, 11 June 2024

কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের সিবিএ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে মঙ্গলবার (১১ জুন)। এতে “চাকা” প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (রেজিঃ নং চট্ট-২৬২১)।

ওইদিন কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) শ্রমিক কর্মচারী চিত্তবিনোদন ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে শ্রমিক-কর্মচারী পরিষদ একমাত্র প্রতিদ্বন্ধী সংগঠন ছাতা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া কেপিএম ওয়ার্কার্স ইউনিয়নকে (রেজিঃ নং চট্ট-২৭৫০) ৩৬ ভোটে পরাজিত করে।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। সিবিএ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষে মিল কর্তৃপক্ষ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ, আনসার এবং নিজস্ব নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বপালনকারী চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক আবদুস সাব্বির ভূইয়া নির্বাচন শেষে বেলা সাড়ে ৩টায় ফলাফল ঘোষণা করেন।

এতে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ পায় ৯৩ ভোট এবং কেপিএম ওয়ার্কার্স ইউনিয়ন পায় ৫৭ ভোট। নির্বাচনে মোট ১৫৪ জন ভোটারের মধ্যে ১৫২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ২টি ভোট বাতিল হয়। এবং ২ জন ভোটার অসুস্থতা জনিত কারণে ভোট দানে বিরত থাকে।

এদিকে, নির্বাচনে বিজয়ী হবার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার তাদের পুনরায় নির্বাচীত করায় সকল শ্রমিক কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।