চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতা রিমনের মুক্তির দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ে্ছে।শনিবার ৪ মে বিকাল ৫টায়, কারাবন্দি নেতা চট্টগ্রাম মহানগর আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির আহ্বায়ক মিথ্যা বানোয়াট মামলায় গ্রেফতারকৃত কারাবন্দী নেতা এন. মোহাম্মদ রিমন-সহ সকল রাজবন্দীদের অবিলম্বে নিঃশর্তে মুক্তির দাবীতে চট্টগ্রাম উত্তর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর উদ্যােগে , চট্টগ্রাম বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনে জেলা কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আলতাফ হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিক্দার। এ সময় তিনি বলেন স্বৈরাচারী সরকার যতদিন পতন না হবে ততদিন আমাদের আন্দোলন চলছে এবং চলবে ,লক্ষ্য শহীদের রক্তের এ বাংলার মাটিতে গণতন্ত্রের পতাকা আমরা উড়াবোই ইনশাআল্লাহ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন আরাফাত রহমান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সম্পাদক আরঙ্গজেব খান সম্রাট।
এই-সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক হাসান চৌধুরী দিপু, চট্টগ্রাম উত্তর জেলা কোকো স্মৃতি সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রিপন,যুগ্ম আহ্বায়ক ইউসুফ চৌধুরী, ইউনুস তালুকদার,সদস্য মাকসুদ, কাঞ্চননগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, চট্টগ্রাম মহানগর কোকো স্মৃতি সংসদ এর সহ সভাপতি আবদুল আল হাসান সোনা মানিক,সিনয়র যুগ্ম সম্পাদক শাহরিয়ার আহমেদ, দপ্তর সম্পাদক(যুগ্ম সম্পাদক পদমর্যাদা) নাজিম উদ্দিন নয়ন,যুগ্ম সম্পাদক নিরব পাটোয়ারী, যুগ্ম সম্পাদক ফজলুল কবির,সহ সাধারন সম্পাদক মোঃ রেদোয়ান, সহ সাংগঠনিক সম্পাদক মহানগর ও চান্দগাও থানা সভাপতি সালাহ উদ্দিন রুবেল,সহ প্রচার সম্পাদক ইকবাল হোসেন, শিল্প ও বানিজ্য সম্পাদক শামসুল আলম, সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য মো: পারভেজ,শাহ আলম খান, জহির-সহ বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য দিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি 


















