বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় রাঙ্গুনিয়ার হোছনাবাদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় হোছনাবাদ ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এ দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন চৌধুরী ও সমাজসেবক আবু নাছের টিপু।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহবায়ক মির্জা মঈন উদ্দীন, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, ইউনিয়ন বিএনপির সদস্য মো. বাচা, স্বনির্ভর রাঙ্গুনিয়া যুবদলের যুগ্ম আহবায়ক আবু বক্কর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইমরান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রেজভী, সাধারণ সম্পাদক মো. ইসমাঈল, মো. জসীম, মো. আজগর, পরান, মাসুদ প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ইসকান্দর। এসময় তিনি বেগম খালেদা জিয়া ও হুমাম কাদের চৌধুরী’র শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। শেষে স্থানীয় মাদ্রাসায় তবারুক বিতরণ করা হয়।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















