বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেল ৩টায় মধ্য রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশার উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাতেও বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি মোস্তফা কামাল পাশা বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, গণতন্ত্রকামী মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সংগঠিত হচ্ছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধ।”
সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম শিমুল ও নাজিম কমিশনার। বক্তারা বলেন, “বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার সুস্থতা জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত জরুরি।” এ সময় সরকারি হাজী আবদুল বাতেন কলেজের সাবেক ভিপি আরিফ বিল্লাহ, বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জন্টু, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রীস আলম, হারামিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ, সন্তোষপুর ইউনিয়নের সভাপতি সামছুদ্দীন মেম্বার, রহমতপুর ইউনিয়নের সভাপতি হাসানুজ্জামান মামুন চেয়ারম্যান, উত্তর জেলা যুবদলের নেতা মোক্তাদের মাওলা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি 


















