রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার ছাড়াই সাবেক নির্বাচন কমিশনার হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল মোবারক (৮৫) প্রকাশ ডিসি মোবারকের দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যার দিকে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে বাদে আছর উপজেলার ছিপাতলী ইউনিয়নের মরহুমের নিজ গ্রামস্থ ছিপাতলী আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
মরহুমের নিকট আত্নীয় মো.ইলিয়াছ জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ডিসি মোবারক সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি ঢাকা জেলার জেলা প্রশাসক, নির্বাচন কমিশনসহ সরকারের বিভিন্ন উচ্চ পদে চাকুরী শেষে অবসর নিয়েছিলেন।এছাড়া তিনি দীর্ঘদিন ধরে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন।
রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার ছাড়াই একজন মুক্তিযোদ্ধাকে দাফনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি জীবিত থাকাবস্থার পরিবারকে অসিয়ত করিয়েছিলেন যেনো মৃত্যুর পর তার কফিনে গার্ড অব অনার না দেন, তাই ওনার ইচ্ছানুসারে গার্ড অব অনার ছাড়াই তিনাকে দাফন করা হয়েছে।
প্রসংগত, আবদুল মোবারক প্রকাশ ডিসি মোবারক ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের আমলে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ১৫৩ জন এমপি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় বেশ বিতর্কের জন্ম দেয়।