চট্টগ্রাম- ১ মিরসরাই আসনে বিএনপি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন প্রত্যাশী জাতীয়ভাবে স্বর্ণপদক প্রাপ্ত সাবেক হাইতকান্দি ইউপি চেয়ারম্যান আবদুল মালেকের সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে গ্রামীন মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় হাইতকান্দি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক ফজলু সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনিরের সঞ্চালনায় প্রধান অতিথী ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, প্রধান বক্তা ছিলেন আমেরিকান প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এটিএম মনজুরুল হক বাহার, মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা নুর হোসেন, উপজেলা বিএনপির নেতা আবদুর রহিম বাবলু, ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা সদস্য আরিফ চৌধুরীসহ প্রমুখ।
প্রধান বক্তা ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন বলেন, আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদেরকে ধানের শীর্ষে ভোট দিয়ে জনগনের সেবা করার সুযোগ দিন। আমরা তারেক জিয়ার নেতৃত্বে শোষণ মুক্ত সমাজ গঠন করবো। ৩১ দফা বাস্তবায়ন করলে দেশে শান্তি ফিরে আসবে।
প্রধান অতিথি আবদুল আউয়াল চৌধুরী বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেতাকর্মীদের সজাত থাকতে হবে যাতে কেউ ধানের শীর্ষের বিজয় ছিনিয়ে নিতে না পারে।
আমরা সুখী সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলবো। সবাই বিএনপির পতাকা তলে সমবেত হোন।