পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্মচাপটি ঘূর্ণিঝড় ডানা’য় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় দানার প্রভাবে বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে সন্দ্বীপ উপকূল জুড়ে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বৃষ্টি বাড়লেও প্রায় ঘন্টাখানেক পর আবারও শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি।
এদিকে সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপকূলীয় অঞ্চলে কয়েক দফা বৃষ্টি হয়েছে। অব্যহত রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। তবে বিকেলে বৃষ্টি বন্ধ হয়েছে, সাথে বইছে হালকা দমকা হাওয়া।
সন্দ্বীপ উপজেলা আবহাওয়া অধিদপ্তরের বিএম নুরে আলম চৌধুরী বলেন, আমরা আমাদের কেন্দ্রীয় অফিস থেকে দেয়া বার্তায় লক্ষ রাখছি, বুধবার গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রুপ নিয়েছে উপকূলীয় অঞ্চলে ২নং স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত হচ্ছে। সন্ধ্যার পর থেকে বৃষ্টি বাড়তে পারে। বৃহস্পতিবার ও শুক্রবারও বৃষ্টি হতে পারে। সন্দ্বীপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল জানান, ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় উপজেলার সরকারি ১১২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার মজুদ রাখা রয়েছে। উপকূলীয় মানুষের জানমালের নিরাপত্তার জন্য ৩ হাজারের ও বেশি সিপিপি সদস্যসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছেন।
সন্দ্বীপ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এসও আরিফুর রহমান বলেন, সন্দ্বীপ ৫৫ কিলোমিটারের মতো বেড়িবাঁধ আছে। এর মধ্যে ১০-১২টি পয়েন্ট বেশ ঝুঁকিপূর্ণ। এছাড়া বেশ কিছু এলাকায় ঝুঁকিপূর্ণ পয়েন্টে কাজ চলছে।