চট্টগ্রাম মহানগরে অবস্থানরত মীরসরাইবাসীদের এক প্রীতি সমাবেশে অনুষ্ঠিত হয়।
শনিবার (৯ আগষ্ট) বিকালে সাড়ে ৩ টায় চট্টগ্রাম জেপি কনভেনশন হলে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থীর আসন পরিচালক প্রিন্সিপাল নুর নবী চৌধুরীর সভাপতিত্বে অধ্যাপক মনিরুজ্জামান ও দিদারুল আলম সুমনের সঞ্চালনায় হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজীর উদ্বোধনী বক্তব্য ও খতীব মাওলানা এমদাদুল হক নিজামীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ আরম্ভ হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমীর অধ্যাপক আহসান উল্লাহ ভুঁইয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী জবাব নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর ও চট্টগ্রাম ০৩(স্বন্দীপ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জনাব আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ফয়সল মুহম্মদ ইউনুস, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, প্রশিক্ষণ সেক্রেটারি অধ্যাপক বোরহান উদ্দিন, মীরসরাই উপজেলা আমীর মাওলানা নুরুল কবির, ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার তারেক আজীজ, প্রবাসী জিয়াউদ্দিন বাবলু, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আইন ও ফাউন্ডেশন সম্পাদক আফনান হাসান ইমরান, পতেঙ্গা থানা জামায়াতের আমীর আবুল মোকাররম, ইসলামী ব্যাংক আগ্রাবাদ জোনাল অফিসের ভাইস প্রেসিডেন্ট জনাব শহিদুল্লাহ, নিজামপুর কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি প্রার্থী ও শিবির নেতা নাসির উদ্দীন, মীরসরাই উপজেলার দুই প্রেসক্লাবের সভাপতি যথাক্রমে নুরুল আলম ও আনোয়ার হোসেন নিজামী।
বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চট্টগ্রাম ০১ মীরসরাই আসনের বাংলাদেশের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সরকারের ডেপুটি এটর্নি জেনারেল ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা এডভোকেট সাইফুর রহমান।
এতে আরো বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ আলোচনা রাখেন।