চট্টগ্রাম 2:01 am, Friday, 8 August 2025

চট্টগ্রামে গণঅভ্যুত্থান বর্ষপুর্তির বিজয় র‍্যালীর নেতৃত্বে বিএনপি নেতা শাহিদুল ইসলাম চৌধুরী

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত সমাবেশ ও বিজয় র‍্যালিতে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বর্ণাঢ্য মিছিলের নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী। বুধবার (৬ আগস্ট) দুপুরে নিউমার্কেট আমতল এলাকা থেকে এই বিশাল মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে কেন্দ্রীয় সমাবেশে মিলিত হয়। সমগ্র পথজুড়ে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল নগরীর গুরুত্বপূর্ণ এই চত্বর।

মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করেন। তরুণ থেকে শুরু করে প্রবীণ নেতাকর্মীদের উপস্থিতি র‍্যালিতে প্রাণচাঞ্চল্য ও শক্তির নতুন ধারা এনে দেয়।

চট্টগ্রাম নগর বিএনপির নেতারাও এ সময় শাহীদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মিরসরাই উপজেলার নেতাকর্মীদের সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ব্যাপক অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “মিরসরাই থেকে যে উদ্দীপনা ও শক্তির বহিঃপ্রকাশ হয়েছে, তা আমাদের আন্দোলনে নতুন গতি এনে দেবে।”

সমাবেশ ও আনন্দ র‍্যালী শেষে শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, “ছাত্র-জনতার এই ঐতিহাসিক গণঅভ্যুত্থান কেবল একটি দিন নয়, এটি একটি অনুপ্রেরণার নাম—যে অনুপ্রেরণা থেকে দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, গণতন্ত্রের জন্য জীবন দেয়। আজ সেই চেতনার পতাকা নিয়েই আমরা রাজপথে নেমেছি। আমরা চাই একটি সুশাসনের বাংলাদেশ, যেখানে জনগণের অধিকার থাকবে, ভোট থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে।”

তিনি আরও বলেন, “বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। গণতন্ত্রহীনতার বিরুদ্ধে এই সংগ্রাম চলবে এবং জনগণের বিজয় অনিবার্য।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আয়োজিত ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ র‍্যালী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

উল্লেখ্য, সমাবেশে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ দলে দলে মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশ শেষে সবগুলো ইউনিট সম্মিলিতভাবে নিউমার্কেট মোড় থেকে বিজয় মিছিল শুরু করে, যা চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে ফজলুল কাদের চৌধুরীর ৫২তম মৃত্যু বার্ষিকী পালিত

চট্টগ্রামে গণঅভ্যুত্থান বর্ষপুর্তির বিজয় র‍্যালীর নেতৃত্বে বিএনপি নেতা শাহিদুল ইসলাম চৌধুরী

Update Time : 03:07:28 pm, Thursday, 7 August 2025

ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অনুষ্ঠিত সমাবেশ ও বিজয় র‍্যালিতে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বর্ণাঢ্য মিছিলের নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী। বুধবার (৬ আগস্ট) দুপুরে নিউমার্কেট আমতল এলাকা থেকে এই বিশাল মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে কেন্দ্রীয় সমাবেশে মিলিত হয়। সমগ্র পথজুড়ে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল নগরীর গুরুত্বপূর্ণ এই চত্বর।

মিরসরাই উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করেন। তরুণ থেকে শুরু করে প্রবীণ নেতাকর্মীদের উপস্থিতি র‍্যালিতে প্রাণচাঞ্চল্য ও শক্তির নতুন ধারা এনে দেয়।

চট্টগ্রাম নগর বিএনপির নেতারাও এ সময় শাহীদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মিরসরাই উপজেলার নেতাকর্মীদের সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ব্যাপক অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, “মিরসরাই থেকে যে উদ্দীপনা ও শক্তির বহিঃপ্রকাশ হয়েছে, তা আমাদের আন্দোলনে নতুন গতি এনে দেবে।”

সমাবেশ ও আনন্দ র‍্যালী শেষে শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, “ছাত্র-জনতার এই ঐতিহাসিক গণঅভ্যুত্থান কেবল একটি দিন নয়, এটি একটি অনুপ্রেরণার নাম—যে অনুপ্রেরণা থেকে দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, গণতন্ত্রের জন্য জীবন দেয়। আজ সেই চেতনার পতাকা নিয়েই আমরা রাজপথে নেমেছি। আমরা চাই একটি সুশাসনের বাংলাদেশ, যেখানে জনগণের অধিকার থাকবে, ভোট থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে।”

তিনি আরও বলেন, “বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে দেশের মানুষ জেগে উঠেছে। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। গণতন্ত্রহীনতার বিরুদ্ধে এই সংগ্রাম চলবে এবং জনগণের বিজয় অনিবার্য।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আয়োজিত ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ র‍্যালী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

উল্লেখ্য, সমাবেশে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ দলে দলে মিছিল নিয়ে যোগ দেন। সমাবেশ শেষে সবগুলো ইউনিট সম্মিলিতভাবে নিউমার্কেট মোড় থেকে বিজয় মিছিল শুরু করে, যা চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।