চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেউলিয়া বিষয়ক আদালতে নতুন বিচারক হিসেবে যোগদান করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আয়েশা আক্তার সুমি। তাঁর যোগদান উপলক্ষে সরকারি আইন কর্মকর্তাদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন ওই আদালতের প্রধান সরকারি আইন কর্মকর্তা অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, সরকারি আইন কর্মকর্তা সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান এবং সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ ফরিদুল আলম।
শুভেচ্ছা বিনিময় শেষে এক সৌজন্য আলোচনায় আদালতের কার্যক্রম, বিচারপ্রার্থীদের সুবিধা-অসুবিধা এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। বিচারক আয়েশা আক্তার সুমি বলেন, “বিচারপ্রার্থীদের আস্থা অর্জন করাই আদালতের প্রধান লক্ষ্য। ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রপক্ষের আন্তরিক সহযোগিতা অপরিহার্য।”
এ সময় প্রধান সরকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন,
“মাননীয় বিচারক মহোদয়ের আগমন দেউলিয়া আদালতের জন্য এক নতুন মাত্রা যোগ করবে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবো যাতে ন্যায়বিচার নিশ্চিত হয় এবং বিচারপ্রার্থীরা দ্রুত আইনের সেবা পেতে পারেন।”
উল্লেখ্য, আয়েশা আক্তার সুমি এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর সততা, কর্মদক্ষতা এবং আন্তরিকতার কারণে আইনজীবী ও বিচারপ্রার্থীদের কাছে তিনি ইতিমধ্যে প্রশংসিত।
সরকারি আইন কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন বিচারকের নেতৃত্বে আদালতের বিচার কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার পাবে।