চট্টগ্রাম 6:46 am, Monday, 14 July 2025

চট্টগ্রামে প্রথম মেডিকেল ল্যাবরেটরি হিসেবে স্বীকৃতি পেয়েছে পার্কভিউ হাসপাতাল

চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় এক নতুন মাইলফলক স্থাপন করে পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার চট্টগ্রামের প্রথম ISO 15189:2012 স্বীকৃত মেডিকেল ল্যাবরেটরি হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরি স্বীকৃতি প্রদানকারী সংস্থা ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (ILAC)-এর অধীনস্থ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (BAB) কর্তৃক অনুমোদিত।

আজ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (BAB) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম. রেজাউল করিম-এর হাতে এ সনদ তুলে দেন BAB-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আনোয়ারুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ল্যাব ডিরেক্টর ডা. মাহাবুবুর রহমান চৌধুরী, বায়োকেমিস্ট্রি কনসালট্যান্ট ও কোয়ালিটি ম্যানেজার ডা. প্রসূন বড়ুয়া এবং BAB-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই অর্জনের ফলে পার্কভিউ হসপিটালের মেডিকেল ল্যাবরেটরির রিপোর্ট আন্তর্জাতিক মানসম্পন্ন হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত হবে এবং রোগ নির্ণয়ে আরও নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে। বাংলাদেশে এ পর্যন্ত মাত্র ৮টি মেডিকেল ল্যাবরেটরি ISO 15189:2012 অ্যাক্রেডিটেশন পেয়েছে, যার মধ্যে পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অন্যতম।

এই স্বীকৃতি অর্জনের জন্য পার্কভিউ হসপিটাল আন্তর্জাতিক মেডিকেল ল্যাবরেটরি স্ট্যান্ডার্ড (ISO-15189:2012)-এর সকল গাইডলাইন ও নির্দেশনা অনুসরণ করে দীর্ঘ ৭ বছর ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছে।

এই অর্জন পার্কভিউ হসপিটালের পাশাপাশি চট্টগ্রামের স্বাস্থ্যসেবার গুণগত মান আরও সমৃদ্ধ করবে এবং রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মিরসরাইয়ে গোলাম মাওলার উপর হামলা রাজনৈতিক নয়, পারিবারিক দ্বন্দ্ব

চট্টগ্রামে প্রথম মেডিকেল ল্যাবরেটরি হিসেবে স্বীকৃতি পেয়েছে পার্কভিউ হাসপাতাল

Update Time : 08:57:24 pm, Thursday, 30 January 2025

চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় এক নতুন মাইলফলক স্থাপন করে পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার চট্টগ্রামের প্রথম ISO 15189:2012 স্বীকৃত মেডিকেল ল্যাবরেটরি হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরি স্বীকৃতি প্রদানকারী সংস্থা ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (ILAC)-এর অধীনস্থ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (BAB) কর্তৃক অনুমোদিত।

আজ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (BAB) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম. রেজাউল করিম-এর হাতে এ সনদ তুলে দেন BAB-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আনোয়ারুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ল্যাব ডিরেক্টর ডা. মাহাবুবুর রহমান চৌধুরী, বায়োকেমিস্ট্রি কনসালট্যান্ট ও কোয়ালিটি ম্যানেজার ডা. প্রসূন বড়ুয়া এবং BAB-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই অর্জনের ফলে পার্কভিউ হসপিটালের মেডিকেল ল্যাবরেটরির রিপোর্ট আন্তর্জাতিক মানসম্পন্ন হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত হবে এবং রোগ নির্ণয়ে আরও নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে। বাংলাদেশে এ পর্যন্ত মাত্র ৮টি মেডিকেল ল্যাবরেটরি ISO 15189:2012 অ্যাক্রেডিটেশন পেয়েছে, যার মধ্যে পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অন্যতম।

এই স্বীকৃতি অর্জনের জন্য পার্কভিউ হসপিটাল আন্তর্জাতিক মেডিকেল ল্যাবরেটরি স্ট্যান্ডার্ড (ISO-15189:2012)-এর সকল গাইডলাইন ও নির্দেশনা অনুসরণ করে দীর্ঘ ৭ বছর ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছে।

এই অর্জন পার্কভিউ হসপিটালের পাশাপাশি চট্টগ্রামের স্বাস্থ্যসেবার গুণগত মান আরও সমৃদ্ধ করবে এবং রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।