চট্টগ্রাম 7:49 pm, Tuesday, 22 July 2025

চট্টগ্রামে ফিরোজশাহ গার্লস স্কুলে আবহাওয়া ক্লাব উদ্বোধন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্তর্গত উত্তর পাহাড়তলী ওয়ার্ডে অবস্থিত ফিরোজশাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে জার্মান ফেডারেল ফরেন অফিস (জিএফএফও) ‘র অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন ‘র সার্বিক সহায়তায়, রিজওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আরলি ওয়ার্নিং সিস্টেম (রাইমস) এর কারিগরি সহায়তা এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসার বাস্তবায়ণে উদ্বোধন হয়েছে  বাংলাদেশের দ্বিতীয় আবহাওয়া ক্লাব (মেট ক্লাব) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), পরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, মো. রহমত উল্ল্যাহ ডেপুটি কান্ট্রি ডিরেক্টর- সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ, মো. কামরুল ইসলাম, উপ পরিচালক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক,  হাফিজ আহমেদ  উপ পরিচালক সিপিপি, চট্টগ্রাম ড. মো. আরিফুর রহমান প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইয়াং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন -ইপসা, সভাপতিত্ব করেন ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম। জাতীয় পতাকা উত্তোলন ( অর্ধ নির্মিত)  ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে  অনুষ্ঠানের সূচনা করা হয়, এরপরই মাইলস্টোন বিদ্যালয়ের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে  বৃক্ষরোপন কর্মসূচি শেষে মেট ক্লাব উদ্বোধন করা হয়। এই সময় মেট ক্লাবের সদস্যরা অতিথিদের উদ্দেশ্যে মেট ক্লাব পরিচালনা সহ ভিডিও প্রদর্শনের মাধ্যমে সার্বিক কার্যক্রম তুলে ধরেন। মেট ক্লাব উদ্বোধন শেষে শাহরিয়ার আকাশ ও সাবিকুন নাহারের পরিচালনায় শিক্ষার্থীদের পরিবেশনায় আগাম প্রস্তুতি (এ্যান্টিসিপেটরি এ্যাকশন)  বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি মো. আহমাদুল হক ২১ জুলাই মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও আত্মার মাগফেরাত  কামনা করে বলেন ফিরোজশাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে  “আবহাওয়া ক্লাব” এর  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও বিজ্ঞান ভিত্তিক চেতনার উন্মেষ ঘটিয়েছে। বাংলাদেশের মতো দুর্যোগ-প্রবণ দেশে ঘূর্ণিঝড়, বন্যা, অতিবৃষ্টি, বজ্রপাত, খরা, পাহাড়ধস প্রায়শই আমাদের জীবনে মারাত্মক বিপর্যয় ডেকে আনে। এক্ষেত্রে আমরা যদি আগাম পূর্বাভাস বুঝতে শিখি এবং সতর্কতামূলক পদক্ষেপ নিতে পারি, তাহলে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরো বলেন এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা আবহাওয়া বিষয়ক জ্ঞান অর্জন করবে, আগাম সতর্কতা সম্পর্কে জানতে পারবে এবং তা সহ শিক্ষার্থী, পরিবার, প্রতিবেশী এবং কালক্রমে সমাজে ছড়িয়ে দিতে পারবে। এক্ষেত্রে দুর্যোগ প্রতিরোধ ও  ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা হতে পারে পরিবর্তনের হাতিয়ার।

বিশেষ অতিথি সেভ দ্য চিলড্রেন কান্ট্রি ডিরেক্টর মো. রহমত উল্ল্যাহ বলেন মেট ক্লাব শিক্ষার্থীরা নিঃসন্দেহে গবেষণাভিত্তিক চিন্তা, পরিবেশ সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতির দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা নিয়মিত আবহাওয়া ক্লাবের কার্যক্রমে অংশগ্রহণ করো, জানতে শেখো এবং অন্যদের জানাও। তাহলেই গড়ে তুলতে পারবে একটি সচেতন, প্রস্তুত ও নিরাপদ প্রজন্ম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কাতারে সড়ক দূর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবকের মৃত্যু

চট্টগ্রামে ফিরোজশাহ গার্লস স্কুলে আবহাওয়া ক্লাব উদ্বোধন

Update Time : 03:14:44 pm, Tuesday, 22 July 2025

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্তর্গত উত্তর পাহাড়তলী ওয়ার্ডে অবস্থিত ফিরোজশাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে জার্মান ফেডারেল ফরেন অফিস (জিএফএফও) ‘র অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন ‘র সার্বিক সহায়তায়, রিজওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আরলি ওয়ার্নিং সিস্টেম (রাইমস) এর কারিগরি সহায়তা এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসার বাস্তবায়ণে উদ্বোধন হয়েছে  বাংলাদেশের দ্বিতীয় আবহাওয়া ক্লাব (মেট ক্লাব) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), পরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, মো. রহমত উল্ল্যাহ ডেপুটি কান্ট্রি ডিরেক্টর- সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ, মো. কামরুল ইসলাম, উপ পরিচালক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক,  হাফিজ আহমেদ  উপ পরিচালক সিপিপি, চট্টগ্রাম ড. মো. আরিফুর রহমান প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইয়াং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন -ইপসা, সভাপতিত্ব করেন ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম। জাতীয় পতাকা উত্তোলন ( অর্ধ নির্মিত)  ও জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে  অনুষ্ঠানের সূচনা করা হয়, এরপরই মাইলস্টোন বিদ্যালয়ের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে  বৃক্ষরোপন কর্মসূচি শেষে মেট ক্লাব উদ্বোধন করা হয়। এই সময় মেট ক্লাবের সদস্যরা অতিথিদের উদ্দেশ্যে মেট ক্লাব পরিচালনা সহ ভিডিও প্রদর্শনের মাধ্যমে সার্বিক কার্যক্রম তুলে ধরেন। মেট ক্লাব উদ্বোধন শেষে শাহরিয়ার আকাশ ও সাবিকুন নাহারের পরিচালনায় শিক্ষার্থীদের পরিবেশনায় আগাম প্রস্তুতি (এ্যান্টিসিপেটরি এ্যাকশন)  বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি মো. আহমাদুল হক ২১ জুলাই মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও আত্মার মাগফেরাত  কামনা করে বলেন ফিরোজশাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে  “আবহাওয়া ক্লাব” এর  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও বিজ্ঞান ভিত্তিক চেতনার উন্মেষ ঘটিয়েছে। বাংলাদেশের মতো দুর্যোগ-প্রবণ দেশে ঘূর্ণিঝড়, বন্যা, অতিবৃষ্টি, বজ্রপাত, খরা, পাহাড়ধস প্রায়শই আমাদের জীবনে মারাত্মক বিপর্যয় ডেকে আনে। এক্ষেত্রে আমরা যদি আগাম পূর্বাভাস বুঝতে শিখি এবং সতর্কতামূলক পদক্ষেপ নিতে পারি, তাহলে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে রোধ করা সম্ভব। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি আরো বলেন এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা আবহাওয়া বিষয়ক জ্ঞান অর্জন করবে, আগাম সতর্কতা সম্পর্কে জানতে পারবে এবং তা সহ শিক্ষার্থী, পরিবার, প্রতিবেশী এবং কালক্রমে সমাজে ছড়িয়ে দিতে পারবে। এক্ষেত্রে দুর্যোগ প্রতিরোধ ও  ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা হতে পারে পরিবর্তনের হাতিয়ার।

বিশেষ অতিথি সেভ দ্য চিলড্রেন কান্ট্রি ডিরেক্টর মো. রহমত উল্ল্যাহ বলেন মেট ক্লাব শিক্ষার্থীরা নিঃসন্দেহে গবেষণাভিত্তিক চিন্তা, পরিবেশ সচেতনতা ও দুর্যোগ প্রস্তুতির দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা নিয়মিত আবহাওয়া ক্লাবের কার্যক্রমে অংশগ্রহণ করো, জানতে শেখো এবং অন্যদের জানাও। তাহলেই গড়ে তুলতে পারবে একটি সচেতন, প্রস্তুত ও নিরাপদ প্রজন্ম।