চট্টগ্রাম 9:27 pm, Monday, 1 September 2025

চট্টগ্রামে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শাহিদ চৌধুরী’র নেতৃত্বে বিশাল মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আলমাস সিনেমা হল মোড়ে আয়োজিত সমাবেশ ও বিজয় র‍্যালিতে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বর্ণাঢ্য মিছিলের নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে দামপাড়া ওয়াসা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে আলমাস সিনেমা হল মোড়ে কেন্দ্রীয় মঞ্চে গিয়ে শেষ হয়। মিছিলটিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।

মিছিল পূর্ব বক্তব্যে শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, “বিএনপি এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকারআমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।”

তিনি আরও বলেন, গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের সংগ্রাম সফল হবে তখনই, যখন ধানের শীষ বিজয়ী হয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই আমরা সেই স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নবাবগঞ্জে ইউপি সদস্য আক্কাস আলী আটক

চট্টগ্রামে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শাহিদ চৌধুরী’র নেতৃত্বে বিশাল মিছিল

Update Time : 07:44:14 pm, Monday, 1 September 2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের আলমাস সিনেমা হল মোড়ে আয়োজিত সমাবেশ ও বিজয় র‍্যালিতে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বর্ণাঢ্য মিছিলের নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে দামপাড়া ওয়াসা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে আলমাস সিনেমা হল মোড়ে কেন্দ্রীয় মঞ্চে গিয়ে শেষ হয়। মিছিলটিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।

মিছিল পূর্ব বক্তব্যে শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, “বিএনপি এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকারআমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।”

তিনি আরও বলেন, গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের সংগ্রাম সফল হবে তখনই, যখন ধানের শীষ বিজয়ী হয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই আমরা সেই স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।