চট্টগ্রাম 5:27 pm, Friday, 15 August 2025

চট্টগ্রাম জেলা শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরস্কার পেলেন মিরসরাইয়ের আফতাব

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেলেন মিরসরাই উপজেলার আফতাব উদ্দিন। উদ্যোক্তা হিসেবে তাঁর অসামান্য অবদান, সৃজনশীল চিন্তাধারা ও সফল ব্যবসা পরিচালনার স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে পুরুষ্কার গ্রহণের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন, এই সময় আরো উপস্থিত ছিলো চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন) শারমিন জাহানসহ প্রমুখ।

‎ ‎জানা গেছে, আফতাব দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখে আসছেন। তাঁর উদ্যোগের মাধ্যমে এলাকার শতাধিক মানুষ সরাসরি ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। আধুনিক প্রযুক্তি ও টেকসই ব্যবসায়িক মডেল প্রয়োগ করে তিনি শুধু ব্যবসায় সফল হননি, বরং সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও নজির স্থাপন করেছেন। ‎

পুরস্কার গ্রহণের পর আফতাব উদ্দিন বলেন, “এই অর্জন আমার একার নয়, মিরসরাই বাসীর। তাঁদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না। ভবিষ্যতে আরও নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করে যাব।”

উল্লেখ্য, চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার শ্রেষ্ঠ উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে আফতাব উদ্দিনকে সামগ্রিকভাবে জেলার সেরা হিসেবে মনোনীত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ওজনে কারচুপি ও বিনা লাইসেন্সে খাদ্য তৈরীর অপরাধে ৩০ হাজার টাকা অর্থদন্ড

চট্টগ্রাম জেলা শ্রেষ্ঠ উদ্যোক্তা পুরস্কার পেলেন মিরসরাইয়ের আফতাব

Update Time : 05:58:57 pm, Thursday, 14 August 2025

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেলেন মিরসরাই উপজেলার আফতাব উদ্দিন। উদ্যোক্তা হিসেবে তাঁর অসামান্য অবদান, সৃজনশীল চিন্তাধারা ও সফল ব্যবসা পরিচালনার স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে পুরুষ্কার গ্রহণের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন, এই সময় আরো উপস্থিত ছিলো চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( উন্নয়ন) শারমিন জাহানসহ প্রমুখ।

‎ ‎জানা গেছে, আফতাব দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখে আসছেন। তাঁর উদ্যোগের মাধ্যমে এলাকার শতাধিক মানুষ সরাসরি ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। আধুনিক প্রযুক্তি ও টেকসই ব্যবসায়িক মডেল প্রয়োগ করে তিনি শুধু ব্যবসায় সফল হননি, বরং সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও নজির স্থাপন করেছেন। ‎

পুরস্কার গ্রহণের পর আফতাব উদ্দিন বলেন, “এই অর্জন আমার একার নয়, মিরসরাই বাসীর। তাঁদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না। ভবিষ্যতে আরও নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করে যাব।”

উল্লেখ্য, চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার শ্রেষ্ঠ উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে আফতাব উদ্দিনকে সামগ্রিকভাবে জেলার সেরা হিসেবে মনোনীত করা হয়।