এ্যাডভোকেট ফজলুল বারী চট্টগ্রাম দেওয়ানী আদাতলের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) নিযুক্ত হয়েছেন। সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ্যাডভোকেট ফজলুল বারী চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের বাসিন্দা। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে এমএসএস ও চট্টগ্রাম আইন কলেজ থেকে এল.এল.বি সম্পন্ন করে ২০০৭ সালে চট্টগ্রাম জজ আদালতে যোগ দেন। ২০২২ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যোগ দেন। তিনি ২০১৩ সালে আইনজীবী পরিষদের কার্যকরী সদস্য, ২০১৬ সালে পাঠাগার সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
এ ছাড়াও তিনি মীরসরাই আইনজীবী কল্যাণ সমিতির চট্টগ্রামের সহ-সাধারণ সম্পাদক, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী আইনজীবী পরিষদ চট্টগ্রামের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা। তিনি বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মীরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।